Logo
Logo
×

খেলা

ফখরের চোট নিয়ে যা জানালেন আমির

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:৪১ পিএম

ফখরের চোট নিয়ে যা জানালেন আমির

ছবি: সংগৃহীত

অনেক জল্পনা-কল্পনার পর চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে জায়গা পেয়েছিলেন ফখর জামান। তবে ঘরের মাঠে সেই আসর শেষ করার আগেই চ্যাম্পিয়ন্স ট্রফি শেষ হয়ে গেছে তার। টুর্নামেন্টের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে হারের ম্যাচে চোট পান ফখর। ফলে বাধ্য হয়ে তার জায়গায় ইমাম-উল-হককে ফেরানো হয়েছে।

তবে ভক্তদের কৌতূহল রয়েছে ফখরের চোট নিয়ে। যা নিয়েই এবার বিস্তারিত জানালেন ফখরের বন্ধু ও জাতীয় দলের সাবেক পেসার মোহাম্মদ আমির।

নিউজিল্যান্ডের বিপক্ষে ইনিংসের প্রথম ওভারেই চোট পাওয়ায় মাঠ ছাড়তে হয় ফখরকে। পরে চিকিৎসা নিয়ে আবারও মাঠে ফেরেন তিনি। এরপর ২৪ রান করে সাজঘরে ফেরেন। পরে জানা যায় ফখরের চোট কতটা গুরুতর। এবং সেই চোটে আসর থেকেই ছিটকে যান তিনি।

ফখরের চোট নিয়ে এবার কথা বলেছেন আমির। জানিয়েছেন চোট নিয়ে ফখরের সঙ্গে কথা হয়েছে তার। তিনি জানতে চেয়েছেন চোট ফখরের হাঁটু বা পিঠের সাথে সম্পর্কিত কিনা। ফখর জানিয়েছেন সাইড স্ট্রেনের ইনজুরিতে পড়েছেন তিনি। এই ইনজুরি তাকে দুই মাস পর্যন্ত খেলার বাইরে রাখতে পারে। যদি ফখর দ্রুত সুস্থ হয়ে ওঠেন, তাহলে তিনি পাকিস্তান সুপার লিগে (পিএসএল) ফিরবেন বলে আশা করা হচ্ছে।

আমির আরও জানান, ফখর হালকা কাশি দিলে তার ব্যথা আরও বেড়ে যায়। ব্যথার কারণে শ্বাস নিতেও কিছুটা সমস্যা হচ্ছে তার। আমির ব্যাখ্যা করেছেন, সাইড স্ট্রেনের ইনজুরিগুলি নিরাময়ে সাধারণত ছয় সপ্তাহ সময় লাগে। তারপর সম্পূর্ণ ফিটনেস ফিরে পেতে পুনর্বাসন পর্ব শুরু হয়।

ঘটনাপ্রবাহ: চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫


আরও পড়ুন

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম