Logo
Logo
×

খেলা

চাহালের কাছে ৬০ কোটি টাকা ভরণপোষণ চেয়েছে ধনশ্রী, যা বলছে পরিবার

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:৩৪ পিএম

চাহালের কাছে ৬০ কোটি টাকা ভরণপোষণ চেয়েছে ধনশ্রী, যা বলছে পরিবার

ছবি: সংগৃহীত

আইনি প্রক্রিয়ার মাধ্যমে বৃহস্পতিবার বিবাহবিচ্ছেদ সম্পন্ন হয়েছে ভারতীয় ক্রিকেটার যুজবেন্দ্র চাহাল ও তার অভিনেত্রী স্ত্রী ধনশ্রী ভার্মার। তবে এর মধ্যেই একটা খবর রটেছে, ভরণপোষণের জন্য চাহালের কাছে ৬০ কোটি টাকা দাবি করেছেন ধনশ্রী। যা নিয়েই এবার মুখ খুলেছেন ধনশ্রীর পরিবার।

ভরণপোষণের জন্য ধনশ্রীর ৬০ কোটি টাকা দাবি করার বিষয়টি বেশ কিছু মিডিয়ায় এসেছে। যা সম্পূর্ণরূপে অস্বীকার করেছেন ধনশ্রী পরিবারের এক সদস্য। ভুল তথ্য ছড়ানোর বিরুদ্ধে তারা সতর্ক করেছেন সবাইকে। 

ধনশ্রী পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে, ‘ভরণপোষণ সম্পর্কে প্রচারিত ভিত্তিহীন দাবির কারণে আমরা গভীরভাবে ক্ষুব্ধ। এই ধরনের অর্থের পরিমাণ কখনও চাওয়া, দাবি করা বা এমনকি প্রস্তাব করা হয়নি। এই গুজবের কোন সত্যতা নেই। এই ধরনের অযাচাইকৃত তথ্য প্রকাশ করা গভীর দায়িত্বজ্ঞানহীনতা। আমরা মিডিয়াকে ভুল তথ্য ছড়ানোর আগে সতর্ক এবং সত্যতা যাচাই করার এবং প্রত্যেকের গোপনীয়তার প্রতি শ্রদ্ধাশীল হওয়ার আহ্বান জানাই।’

এর আগে, ভারতীয় সংবাদমাধ্যমেরর প্রতিবেদনে চাহালের বিচ্ছেদ নিয়ে বলা হয়েছে, বিচ্ছেদের আগে আদালতের নির্দেশে চাহাল ও ধনশ্রীকে ৪৫ মিনিটের একটি কাউন্সেলিং সেশনে অংশ নিতে হয়। তবে সেশনের পর বিচারককে জানানো হয় যে তারা পারস্পরিক সমঝোতার ভিত্তিতেই আলাদা হতে চান। জানা গেছে, গত ১৮ মাস ধরে তারা আলাদাভাবে বসবাস করছিলেন এবং মূলত ‘সঙ্গতিহীনতার’ কারণে তাদের এই সিদ্ধান্ত। বৃহস্পতিবার বিকেল ৪:৩০ মিনিটে আদালত তাদের বিবাহবিচ্ছেদ আনুষ্ঠানিকভাবে মঞ্জুর করেন।

চূড়ান্ত শুনানির আগে চাহাল ইনস্টাগ্রামে একটি পোস্টে লেখেন, ‘ঈশ্বর আমাকে যতবার রক্ষা করেছেন, তা আমি গুনে শেষ করতে পারবো না। এমন অনেকবার হয়তো হয়েছে যখন আমি জানতেও পারিনি যে তিনি আমাকে রক্ষা করেছেন। ধন্যবাদ ঈশ্বর, সবসময় আমার পাশে থাকার জন্য।’

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম