Logo
Logo
×

খেলা

শান্তদের গোনায় ধরলেন না শেবাগ

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:৪৭ পিএম

শান্তদের গোনায় ধরলেন না শেবাগ

ছবি: সংগৃহীত

হাইপটা তবে কি মিডিয়ার সৃষ্টি? বীরেন্দ্র শেবাগ তেমনই মনে করেন। ভারতের সাবেক তারকা ব্যাটারের কাছে বাংলাদেশের বিপক্ষে লড়াই অমন আগ্রহের বিষয় না। শেবাগ মনে করেন, ভারতকে হারানোর সক্ষমতা বাংলাদেশের নেই। চ্যাম্পিয়ন্স ট্রফির মিশনে শান্তদের গোনায় ধরেননি ভারতের এই সাবেক। 

বৃহস্পতিবার ব্যাটিংয়ে টপ অর্ডারে ধসের পর লড়েছিল টাইগারদের মিডল অর্ডার। তাতেই দুবাইতে শান্ত ব্রিগেড পায় ২২৮ রানের পুঁজি। সেই পুঁজিতেও একটা সময় পর্যন্ত ধুঁকেছিল ভারত। ৪ উইকেট হারিয়ে বিপাকেও পড়ে গিয়েছিল রোহিত শর্মার দল। তবে শেবাগ মনে করেন, সেই সময়ের যে চাপ ছিল তা ভারতের স্পেশালিস্ট স্পিনার কুলদীপ যাদব সামলে নিতে পারতেন।

এখানেই থামেননি শেবাগ, ম্যাচ শেষে এক অনুষ্ঠানে ভারতের তারকা টাইগারদের খেলার ধরন নিয়েও কটাক্ষ করেছেন, ‘আমার মনে হয় না কেউ ভয় পেয়েছিল। এটা বাংলাদেশ, তোমরা এত প্রশংসা করছো! জানি না তোমরা আমার ভেতর এমন ভয় ধরিয়ে দিচ্ছো যে আমরা না জানি কার সঙ্গে খেলছি। বাংলাদেশের বিপক্ষে খেলতেও এতো ভয় লাগতো না যতটা তোমরা এখানে বসিয়ে ভয় ধরিয়ে দিচ্ছো। এটা অস্ট্রেলিয়া কিংবা পাকিস্তান নয় যে, খানিকটা আনপ্রেডিক্টেবল।’

১৪৪ রানের মাথায় রোহিত, কোহলিসহ টপ অর্ডারের চার ব্যাটার হারিয়ে ফেলে ভারত। তাতেই চাপে পড়ে দল। ছোট রানের লক্ষ্যেও গিলদের সাবধানী হয়ে ব্যাট চালাতে হয়। তবে ভারত চাপে পড়েছে—বিশ্বাস করছেন না শেবাগ, ‘আমার মনে হয় না কোনো সমর্থকের মনের মাঝে ১ শতাংশ সংশয় ছিল। আমি এটা মানি না। আমারই যদি না হয় তাহলে সমর্থকদের কই থেকে আসবে।’

ম্যাচের একটা সময়ে লোকেশ রাহুলের ক্যাচ ছেড়েছিল জাকের আলী। একই অনুষ্ঠানে সেই ক্যাচের ঘটনা সামনে এনে পার্থিব প্যাটেল বলেন, ‘জাকের আলী যদি ওই সময় ক্যাচ ধরতো..তখনও ৭০ রান বাকি ছিল।’ পাশে থাকা শেবাগ বলেন, ‘তখনও হার্দিক পান্ডিয়া, জাদেজা ছিল। এদের (বাংলাদেশ) জন্য তো কুলদীপ যাদবই যথেষ্ট ছিল।’

ঘটনাপ্রবাহ: চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫


আরও পড়ুন

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম