Logo
Logo
×

খেলা

ইমরান খানের নামে স্টেডিয়াম করছে পাকিস্তান

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২৫, ০৩:৪৭ পিএম

ইমরান খানের নামে স্টেডিয়াম করছে পাকিস্তান

পাকিস্তানের খাইবার-পাখতুনখাওয়া সরকার পেশোয়ারের ঐতিহ্যবাহী আরবাব নিয়াজ ক্রিকেট স্টেডিয়ামের নাম পরিবর্তন করে দেশটির সাবেক প্রধানমন্ত্রী ও কিংবদন্তি ক্রিকেটার ইমরান খানের নামে রাখার সিদ্ধান্ত নিয়েছে। এক্সপ্রেস নিউজের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।  

প্রাদেশিক ক্রীড়া বিভাগ ইতোমধ্যে স্টেডিয়ামের নতুন নাম ‘ইমরান খান ক্রিকেট স্টেডিয়াম’ করার প্রস্তাব জমা দিয়েছে। চূড়ান্ত সিদ্ধান্ত আসন্ন শুক্রবারের মন্ত্রিসভার বৈঠকে অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে, যেখানে এটির অনুমোদনের ব্যাপারে ইতিবাচক সাড়া প্রত্যাশা করা হচ্ছে।  

ইমরান খান পাকিস্তানের ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা অলরাউন্ডার এবং দেশের প্রথম ও একমাত্র ওয়ানডে বিশ্বকাপজয়ী অধিনায়ক। ১৯৯২ সালে তার নেতৃত্বেই পাকিস্তান প্রথমবারের মতো বিশ্বকাপ শিরোপা জয় করে। তার দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারে তিনি ৮৮টি টেস্ট এবং ১৭৫টি ওয়ানডে খেলেছেন। টেস্টে তিনি ৩,৮০৭ রান ও ৩৬২ উইকেট এবং ওয়ানডেতে ৩,৭০৯ রান ও ১৮২ উইকেট সংগ্রহ করেছেন।  

স্টেডিয়ামের নাম পরিবর্তনের সিদ্ধান্ত ইমরান খানের প্রতি সম্মান প্রদর্শনের জন্য পিসিবির একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। বিশেষ করে তার ক্রিকেটীয় অর্জন ও পাকিস্তান ক্রিকেটের প্রতি তার অবদানের স্বীকৃতি হিসেবে দেখা হচ্ছে একে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম