Logo
Logo
×

Live Icon সরাসরি

আফগানিস্তানকে মাটিতে নামিয়ে দক্ষিণ আফ্রিকার বড় জয়

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২৫, ০৩:০৭ পিএম

আফগানিস্তানকে মাটিতে নামিয়ে দক্ষিণ আফ্রিকার বড় জয়

সংগৃহীত ছবি

চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১০৭ রানের বিশাল ব্যবধানে হেরেছে আফগানিস্তান। লড়াই চালিয়েও শেষ পর্যন্ত সেঞ্চুরির দেখা পাননি রহমত শাহ। দলের শেষ ব্যাটার হিসেবে ৯০ রানে সাজঘরে ফিরেছেন তিনি। সেই সঙ্গে দক্ষিণ আফ্রিকার ৩১৫ রান তাড়া করতে নেমে আফগানিস্তানের ইনিংস থেমেছে ২০৮ রানে। 

আফগানিস্তানের হাড়টা নিশ্চিত হয়ে গিয়েছিল ৫০ রানে ৪ উইকেট পড়ার পরপরই। এরপর বাকিটা পথ একরকম একাই লড়াই করে গেছেন রহমত শাহ। সেই লড়াইটা হাড়ের ব্যবধান কমানোর। রান রেট কমিয়ে রাখার। যাতে বাকি দুই ম্যাচে সুযোগ নেওয়া যায়। সেটা অবশ্য পেরেছেন তিনি।

রহমতের সামনে একটা সময় হাতছানি ছিল সেঞ্চুরি হাঁকানোরও। তবে শেষ পর্যন্ত পারলেন না তিনি। এখানে অবশ্য বাকিদেরই দায় বেশি। যার ফলে একা লড়াই করেও তিনি পারলেন না দলের বড় হার ঠেকাতে। বিপরীতে ১০৭ রানের বড় জয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি মিশন শুরু করেছে দক্ষিণ আফ্রিকা।

অথচ, কদিন আগেই এই দক্ষিণ আফ্রিকাকে ওয়ানডে সিরিজ হারিয়েছে আফগানিস্তান। যে কারণে চ্যাম্পিয়ন্স ট্রফি মঞ্চেও সেই স্বপ্ন দেখেছিল দলটি। তবে বড় মঞ্চে তাদের বাস্তবতার সামনে দাঁড় করিয়েছে প্রোটিয়ারা। 


২১ ফেব্রুয়ারি ২০২৫, ২১:৫৬ পিএম

হারের শঙ্কা গুনছে আফগানিস্তান

বোলিংটা মোটেও ভালো যায়নি। ব্যাটিংয়েও দক্ষিণ আফ্রিকাকে পাল্টা দিতে পারেনি আফগানিস্তান। চ্যাম্পিয়ন্স ট্রফির মিশন শুরুতে বড় হারের শঙ্কায় আছে হাশমতউল্লাহ শহিদির দল। ৩১৬ রানের লক্ষ্যে দেড়শ তুলতেই হারিয়ে বসেছে ৭ উইকেট।

করাচির ন্যাশনাল স্টেডিয়ামে একের পর এক তোপ দাগছেন প্রোটিয়া পেসাররা। লুঙ্গি এনডিগি ও কাগিসো রাবাদা ফিরিয়েছেন চারজন আফগানকে। একটি করে শিকার মার্কো জানসেন ও ওয়াইন মুল্ডারের। আফগানিস্তান এখনও জয়ের থেকে ১৫৪ রান পেছনে। বল বাকি আছে ৮২টি।

আফগানদের একপাশে যখন আসা-যাওয়ার মিছিল, তখন অপরপাশে আশা লড়ছেন রহমত শাহ। আফগান টপ অর্ডার ব্যাটার ৬৮ বলে ৫৪ রানে ব্যাট করছেন। তাকে সঙ্গ দিচ্ছেন রশিদ খান (১৮)। রহমত বাদে বাকিদের কেউ পারেনি বিশের কোটা ছুঁতে। দ্বিতীয় সর্বোচ্চ ১৮ রানে ব্যাট করছেন রশিদ। জয়ের থেকে তিনটি উইকেট দূরে আছে দক্ষিণ আফ্রিকা।

২১ ফেব্রুয়ারি ২০২৫, ২০:২৩ পিএম

টপ অর্ডার হারিয়ে চাপে আফগানিস্তান

তিনশ ছাড়ানো লক্ষ্যে শুরুটা ভালো হয়নি আফগানিস্তানের। দুই ওপেনারের পর তিনে নামা ব্যাটারকেও বেশি সময় থাকতে দেয়নি দক্ষিণ আফ্রিকা। স্কোরবোর্ডে ৫০ রান তুলতেই ৪ উইকেট হারিয়ে বসেছে আফগানরা।

করাচির ন্যাশনাল স্টেডিয়ামে হাশমতউল্লাহ শহিদিরা এখনও ২৬৬ রান পিছিয়ে। ১৪ ওভারে আফগানিস্তান জমা করেছে ৫০ রান। চ্যাম্পিয়ন্স ট্রফির মিশন শুরুর ম্যাচে এখনও অনেকটা দূর বাকি আফগানদের।

৩১৫ রানের জবাবে ওপেনার রহমানুল্লাহ গুরবাজ ফেরেন ১০ রান করে। আরেক ওপেনার ইব্রাহিম জাদরানের ব্যাটে আসে ১৭ রান। ১৬ রান করে রান আউটের ফাঁদে পড়েন সেদিকুল্লাহ আতাল। আর অধিনায়ক শহিদি ফেরেন শূন্যরানেই।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৪ উইকেট হারিয়ে ৫০ রান তুলেছে আফগানিস্তান। দলকে টানছেন রহমত শাহ (২) ও আজমতউল্লাহ ওমরজাই। প্রোটিয়াদের হয়ে একটি করে উইকেট নিয়েছেন লুঙ্গি এনডিগি, কাগিসো রাবাদা ও ওয়েইন মুল্ডার।

২১ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:৪৩ পিএম

শুরুর পর শেষেও জারি থাকল প্রোটিয়া দাপট

টেম্বা বাভুমা সাতপাঁচ না ভেবেই ব্যাটিং নিয়ে নিলেন। কেন নিয়েছেন, তার প্রমাণও দিয়েছে তার ব্রিগেড। আফগানিস্তানের বোলারদের ওপর শুরুর মতো শেষেও ছড়ি ঘুরিয়েছে প্রোটিয়ারা। তিন ফিফটি আর এক সেঞ্চুরিতে চেপেছে রানপাহাড়ে। চ্যাম্পিয়ন্স ট্রফির মিশন জয়ে শুরু করতে আফগানদের প্রয়োজন ৩১৬ রান।

আফগান বোলারদের হতাশার দিনে দুর্দান্ত এক সেঞ্চুরি হাঁকিয়েছেন রায়ান রিকেলটন। ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি প্রোটিয়া তরুণ টেনে নেন ১০৩ রান পর্যন্ত। তার আগে অধিনায়ক বাভুমা খেলেন ৫৮ রানের ইনিংস। ৫২ রান করে সংগ্রহ বাড়ান রাশি ফন ডার দুসেন ও এইডেন মার্করাম। একেবারে শেষদিকে ৬ বলে ১২ রানের ক্যামিও খেলেন ওয়াইন মুল্ডার। তাতেই ৬ উইকেট হারিয়ে ৩১৫ রানে থামে প্রোটিয়ারা।

করাচির ন্যাশনাল স্টেডিয়ামে এদিন দুর্দান্ত ছিলেন মোহাম্মদ নবী। ওভারপ্রতি পাঁচের একটু বেশি দেওয়া নবী নেন দুটি উইকেট। একটি করে কিশার নুর আহমেদ, ফজলহক ফারুকি ও আজমতউল্লাহ ওমরজাইয়ের। ১০ ওভারে ৫৯ রান খরচ করেও উইকেটশূন্য ছিলেন রশিদ খান।

২১ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:০২ পিএম

সপ্তম ম্যাচে সপ্তস্বর্গে রিকেলটন

সপ্তম ম্যাচে সপ্তস্বর্গে রিকেলটন

আগের ৬ ম্যাচে নড়বড়ে নব্বুইয়ে থেমেছিলেন একবার। রায়ান রিকেলটন এবার ভুল করেননি। ওয়ানডে ক্যারিয়ার সপ্তম ম্যাচেই পৌঁছেছেন সপ্তম স্বর্গে। আফগানিস্তানের বিপক্ষে ছড়ি ঘোরানোর দিনে দক্ষিণ আফ্রিকার ব্যাটার হাঁকিয়েছেন দুর্দান্ত এক সেঞ্চুরি।

করাচির ন্যাশনাল স্টেডিয়ামে রিকেলটনের সঙ্গে আফগান বোলারদের চোখের জলে নাকের জলে করেন টেম্বা বাভুমা। প্রোটিয়া অধিনায়ক ফেরেন ৪৮ রান করে। রিকেলটন অবশ্য সেঞ্চুরির পর বেশিদূর যেতে পারেননি। রান আউট হয়ে ফেরার আগে ১০৬ বলে আনেন ১০৩ রান। ইনিংস সাজান ৭ চার ও এক ছক্কায়।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত দাপট চালিয়ে যাচ্ছেন প্রোটিয়ারা। রান তোলার গতি আরও বেড়েছে। রাশি ফন ডার দুসেন ৩৯ বলে আছেন ৪৪ রানে। তাকে ১১ রানে সঙ্গ দিচ্ছেন এইডেন মার্করাম। দক্ষিণ আফ্রিকা ৪১ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে তুলেছে ২৩৯ রান। আফগানদের হয়ে দুটি উইকেট নিয়েছেন মোহাম্মদ নবী। বাকিরা বিলোচ্ছেন দেদারছে রান।

২১ ফেব্রুয়ারি ২০২৫, ১৬:৫৫ পিএম

জোড়া ফিফটিতে বড় রানের পথে প্রোটিয়ারা

জোড়া ফিফটিতে বড় রানের পথে প্রোটিয়ারা

ছয়জন বোলার ঘুরিয়ে-ফিরিয়ে ব্যবহার করছেন হাশমতউল্লাহ শহিদি। সাফল্য ধরা দিচ্ছে না। উল্টো চালকের আসনে বসে ছড়ি ঘুরিয়ে যাচ্ছে দক্ষিণ আফ্রিকা। দুই ফিফটিতে বড় সংগ্রহের পথে আছে প্রোটিয়ারা।

করাচির ন্যাশনাল স্টেডিয়ামে ২৫ ওভার শেষেই ১৩৬ রান তুলে নিয়েছে প্রোটিয়ারা। আফগান বোলারদের বিপক্ষে রায়ান রিকেলটন ও টেম্বা বাভুমা রান তুলছেন ৫.৪০ গড়ে। রায়ান ও অধিনায়ক বাভুমা দুজনেই পেয়েছেন ফিফটির দেখা।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৭৬ বলে ৭৫ রান করে এগোচ্ছেন রিকেলটন। বাভুমা ৬৫ বলে ব্যাট করছেন ৫১ রানে। টনি ডি জর্জি ১১ রান করে মোহাম্মদ নবীর শিকার হয়ে ফিরেছেন। রেকর্ড গড়া নবী ছাড়া আফগানদের আর কেউ পাননি সাফল্য। 

২১ ফেব্রুয়ারি ২০২৫, ১৫:৩৯ পিএম

নবী গড়লেন আরও এক ইতিহাস

নবী গড়লেন আরও এক ইতিহাস

মাঠে নেমেই একটা ইতিহাস গড়ে ফেলেছিলেন মোহাম্মদ নবী। সবচেয়ে বেশি বয়সে চ্যাম্পিয়ন্স ট্রফিতে অভিষিক্ত খেলোয়াড়দের তালিকায় চলে এসেছিলেন ৪ নম্বরে।

এবার আরও এক ইতিহাস গড়লেন সেই নবী। ষষ্ঠ ওভারে আক্রমণে এলেন। প্রথম বলেই তুলে নিলেন উইকেট। আফগানিস্তানের চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসের অংশ হয়ে গেলেন সঙ্গে সঙ্গে। আফগানদের হয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে প্রথম উইকেটটা কে নিয়েছিলেন, সে প্রশ্নের জবাবে এখন আসবে তার নাম।

নবী উইকেটটাও নিয়েছেন বেশ বুদ্ধি খরচ করে। অফ স্টাম্পের বাইরে ৮৪ কিমি গতিতে বলটা ফেলেছিলেন তিনি, সেটা দেখে টেনে মিড উইকেট দিয়ে সীমানাছাড়া করতে চেয়েছিলেন টনি ডি জর্জি। তবে তার সে চেষ্টা আলোর মুখ দেখল না, বলটা গিয়ে জমা পড়ল মিড অনে থাকা আজমতউল্লাহ ওমরজাইয়ের হাতে।

দক্ষিণ আফ্রিকা ৩০/১, ৫.১ ওভার

২১ ফেব্রুয়ারি ২০২৫, ১৫:১৫ পিএম

চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে নেমেই রেকর্ড গড়লেন নবী

চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে নেমেই রেকর্ড গড়লেন নবী

ক্যারিয়ারের শেষ দেখছেন মোহাম্মদ নবী। ঠিক এই সময় এসে চ্যাম্পিয়ন্স ট্রফিতে অভিষেক হলো তার।

তাতে একটা রেকর্ডও গড়ে ফেলেছেন আফগান এই অলরাউন্ডার। চ্যাম্পিয়ন্স ট্রফিতে সবচেয়ে বেশি বয়সে অভিষিক্তদের তালিকায় চতুর্থ স্থানে জায়গা করে নিয়েছেন তিনি।

৪০ এর পর চ্যাম্পিয়ন্স ট্রফিতে অভিষিক্ত খেলোয়াড়রা

৪২ বছর ২৮৪ দিন - ডোনোভান ব্লেক (মার্কিন যুক্তরাষ্ট্র) বনাম অস্ট্রেলিয়া, সাউদাম্পটন, ২০০৪

৪২ বছর ১৫৪ দিন - টনি রিড (মার্কিন যুক্তরাষ্ট্র) বনাম নিউজিল্যান্ড, দ্য ওভাল, ২০০৪

৪০ বছর ৩১৮ দিন - মার্ক জনসন (মার্কিন যুক্তরাষ্ট্র) বনাম নিউজিল্যান্ড, দ্য ওভাল, ২০০৪

৪০ বছর ৫১ দিন - মোহাম্মদ নবী (আফগানিস্তান) বনাম দক্ষিণ আফ্রিকা, করাচি, ২০২৫

৪০ বছর ২৫ দিন - হাওয়ার্ড জনসন (মার্কিন যুক্তরাষ্ট্র) বনাম নিউজিল্যান্ড, দ্য ওভাল, ২০০৪

২১ ফেব্রুয়ারি ২০২৫, ১৫:১২ পিএম

আফগানিস্তান একাদশ

রহমানউল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), ইব্রাহিম জাদরান, সিদ্দিকুল্লাহ আতাল, রহমত শাহ, হাশমতউল্লাহ শাহিদি (অধিনায়ক), আজমতউল্লাহ ওমরজাই, গুলবাদিন নাইব, মোহাম্মদ নবী, রশিদ খান, ফজল হক ফারুকী, নূর আহমেদ।

২১ ফেব্রুয়ারি ২০২৫, ১৫:১১ পিএম

দক্ষিণ আফ্রিকা একাদশ

রায়ান রিকেলটন (উইকেটরক্ষক), টনি ডি জর্জি, টেম্বা বাভুমা (অধিনায়ক), রাসি ফন ডার ডাসেন, এইডেন মার্করাম, ডেভিড মিলার, ওয়ায়ান মুল্ডার, মার্কো জানসেন, কেশব মহারাজ, কাগিসো রাবাদা, লুঙ্গি এনগিডি।

২১ ফেব্রুয়ারি ২০২৫, ১৫:০৯ পিএম

টস জিতে ব্যাটিংয়ে দক্ষিণ আফ্রিকা

টস জিতল দক্ষিণ আফ্রিকা। নিল ব্যাট করার সিদ্ধান্ত। 

প্রোটিয়া অধিনায়ক টেম্বা বাভুমা জানিয়েছেন উইকেট নিয়ে খুব একটা নিশ্চিত নন তারা। তাই আগে ব্যাট করে বড় লক্ষ্য দাঁড় করানোর উদ্দেশ্য নিয়ে নামবে তার দল।

এদিকে আফগানিস্তান অধিনায়ক হাশমাতউল্লাহ শাহিদি জানিয়েছেন, টস জিতলে তারাও ব্যাট করার সিদ্ধান্তই নিতেন।

ঘটনাপ্রবাহ: চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫


আরও পড়ুন

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম