Logo
Logo
×

খেলা

৫০ ওভারে ১৪৩ ডট, বাবরদের ধুয়ে দিলেন শোয়েব

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২৫, ০২:০৩ পিএম

৫০ ওভারে ১৪৩ ডট, বাবরদের ধুয়ে দিলেন শোয়েব

নিউজিল্যান্ডের কাছে ৬০ রানে হেরে চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু করেছে পাকিস্তান। তবে এই ম্যাচে ৫০ ওভারে ৩২১ রান তাড়া করতে গিয়ে ১৪৩টি ডট দিয়েছে পাকিস্তান, যা তাদের সমালোচনার মুখে ফেলেছে বেশ। শোয়েব আখতার রীতিমতো ধুয়েই দিয়েছেন বাবর আজমদের।

শোয়েবের সবচেয়ে বড় আক্ষেপ বাবরকে নিয়ে। তার অভিমত, বাবরের আর নিজের উন্নতি করার কোনো ইচ্ছাই নেই। তিনি সম্প্রতি বলেছেন, ‘যে প্রোডাক্ট তৈরি করার কথা ছিল, বাবর সেটাই হয়েছে। এটা স্পষ্ট। এখন আর কী নিয়ে তর্ক করব? আপনারা দেখেছেন, তাই না? এখন তো ভালো হওয়ার ইচ্ছাটাই নেই।’

শোয়েবের তির ধেয়ে গেছে পাকিস্তানের ব্যাটসম্যানদের স্ট্রাইক রোটেট করতে না পারার দিকে। নিউজিল্যান্ডের বিপক্ষে পাকিস্তানি ব্যাটসম্যানরা ১৪৩টি ডট বল খেলেছে, যা রান তাড়ার ক্ষেত্রে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। তিনি বলেন, ‘তখনও শেখানো হতো কিভাবে রান-আ-বল খেলা যায়। এমনকি আমরা টেলএন্ডাররাও জানতাম যে রান-আ-বল খেলতে হয়। তাহলে আমাদের ব্যাটসম্যানরা কেন সেটা করতে পারে না? আজ ১৪৩টি ডট বল খেলেছি। ভয়াবহ! আমাদের ব্যাটসম্যানরা স্ট্রাইক রোটেট করতে পারে না। কেন?’ 

তিনি আরও মনে করেন, পাকিস্তান দল তরুণ খেলোয়াড়দের ওপর খুব বেশি নির্ভর করছে, বিশেষ করে সাঈম আইয়ুবের মতো ব্যাটসম্যানদের ওপর, অথচ অভিজ্ঞ খেলোয়াড়দের কাছ থেকে কাঙ্ক্ষিত পারফরম্যান্স আসছে না।

তিনি বলেন, ‘আমাদের পরিকল্পনা কোথায় ছিল? আমাদের কৌশল কী ছিল? যদি সালমান আলি আগা আগ্রাসন দেখাতে পারে, তাহলে বাকিরা কেন পারবে না? আপনি কি পুরো টুর্নামেন্ট জেতার জন্য সাঈম আইয়ুবের ওপর নির্ভর করছিলেন? যারা ১০ বছর ধরে খেলছে, তারা কেন পারছে না?’ 

নিউজিল্যান্ডের কাছে হেরে পাকিস্তানের জন্য প্রতিটা ম্যাচই হয়ে গেছে বাঁচা মরার লড়াই। তার প্রথমটিতে আগামী ২৩ ফেব্রুয়ারি মুখোমুখি হবে ভারতের। এরপর ২৭ ফেব্রুয়ারি গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে পাকিস্তান খেলবে বাংলাদেশের বিপক্ষে। পরের রাউন্ডে যেতে হলে দুই ম্যাচে জিততে হবে বাবরদের।

ঘটনাপ্রবাহ: চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫


আরও পড়ুন

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম