Logo
Logo
×

খেলা

জাবি ফুটসাল কার্নিভাল শুরু শুক্রবার

Icon

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২৫, ১১:৩০ এএম

জাবি ফুটসাল কার্নিভাল শুরু শুক্রবার

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের বন্ধন দৃঢ় করতে আজ থেকে শুরু হচ্ছে জাবি ফুটসাল কার্নিভাল। মিরপুর পল্লবীর স্পোর্টস অ্যারেনায় আয়োজিত এ টুর্নামেন্টে বিশ্ববিদ্যালয়ের বিভাগভিত্তিক দলগুলো অংশ নিচ্ছে।

রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে প্রতিযোগিতা চলবে, যেখানে প্রতি গ্রুপের শীর্ষ দুটি দল কোয়ার্টার ফাইনালে উঠবে। সেভেন-এ-সাইড এই টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে শনিবার রাতে।

টুর্নামেন্ট উপলক্ষে গতকাল রাজধানীর ফ্যালকন হলে জার্সি ও ট্রফি উন্মোচন করা হয়। একইসঙ্গে দেশের ক্রীড়াঙ্গনে বিশেষ অবদানের জন্য জাবির কয়েকজন ক্রীড়াবিদ ও ক্রীড়া-সাংবাদিকদের সম্মাননা প্রদান করা হয়।

সংবর্ধিতদের মধ্যে ছিলেন সাতারু মাহফিজুর রহমান সাগর, জাতীয় দলের সাবেক ফুটবলার শহীদ হোসেন স্বপন, সুজিত ব্যানার্জি চন্দনসহ আরও অনেকে। ক্রীড়া সাংবাদিকতার অবদানের জন্য সম্মাননা পেয়েছেন আরাফাত জোবায়ের, আর এভারেস্ট বেজক্যাম্প জয় করায় মঞ্জুরুল হক রনিকেও সম্মাননা জানানো হয়।

প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয়ের প্রথম ব্যাচ থেকে ৪০তম ব্যাচ পর্যন্ত সাবেক শিক্ষার্থীরা অংশগ্রহণ করছেন। টুর্নামেন্টের পৃষ্ঠপোষক হিসেবে আছেন জাহাঙ্গীরনগরের সাবেক শিক্ষার্থীরাই।

গ্রুপ বিন্যাস:
গ্রুপ-এ: বাংলা, গণিত, ফার্মেসি, আইবিএ
গ্রুপ-বি: সরকার ও রাজনীতি, প্রত্নতত্ত্ব, ভূগোল, পরিবেশ বিজ্ঞান
গ্রুপ-সি: সিএসই, ইংরেজি, নাটক ও নাট্যতত্ত্ব, পরিসংখ্যান
গ্রুপ-ডি: দর্শন, ইতিহাস, অর্থনীতি, পদার্থ

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম