Logo
Logo
×

খেলা

দুর্ঘটনার শিকার সৌরভ গাঙ্গুলি, প্রাণে বাঁচলেন অল্পের জন্য

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:৪৭ এএম

দুর্ঘটনার শিকার সৌরভ গাঙ্গুলি, প্রাণে বাঁচলেন অল্পের জন্য

ভারতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলি বৃহস্পতিবার এক বড় দুর্ঘটনার হাত থেকে অল্পের জন্য রক্ষা পেলেন। বর্ধমানের একটি অনুষ্ঠানে যাওয়ার পথে দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে দান্তনপুর এলাকায় তার গাড়ি দুর্ঘটনার শিকার হয়।

একটি লরি হঠাৎ গাঙ্গুলির গাড়ি বহরের সামনে চলে আসায় তার গাড়ির চালক দ্রুত ব্রেক কষতে বাধ্য হন। এর ফলে পেছনের গাড়িগুলোর একের পর এক তার গাড়িতে আঘাত করে। সৌভাগ্যক্রমে দুর্ঘটনায় কেউ আহত হননি, তবে কনভয়ের দুটি গাড়ি সামান্য ক্ষতিগ্রস্ত হয়। গাঙ্গুলিকে প্রায় ১০ মিনিট রাস্তায় অপেক্ষা করতে হয়, এরপর তিনি বর্ধমান বিশ্ববিদ্যালয়ে নির্ধারিত অনুষ্ঠানে অংশ নেন।

এই অস্বস্তিকর ঘটনার পরও গাঙ্গুলি সম্পূর্ণ স্বাভাবিক থেকে তার কর্মসূচি চালিয়ে যান। তিনি শিক্ষার্থী ও গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে সাক্ষাৎ করেন, ভারতীয় ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে আলোচনা করেন এবং তার ক্রিকেট ক্যারিয়ারের নানা অভিজ্ঞতা ভাগ করে নেন। শান্ত স্বভাব ও নেতৃত্বগুণের জন্য পরিচিত গাঙ্গুলি এ ঘটনাকেও স্বাভাবিকভাবেই সামাল দেন এবং তার পেশাদার দায়িত্ব পালন করেন।

ক্রিকেট প্রশাসনের অভিজ্ঞতা ছাড়াও সৌরভ গাঙ্গুলি বর্তমানে নারীদের ক্রিকেটে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। ২০২৪ সালের অক্টোবর মাসে তিনি জেএসডব্লিউ স্পোর্টসের ক্রিকেট পরিচালক হিসেবে নিয়োগ পান। এই পদে তিনি দিল্লি ক্যাপিটালস নারী দলের কার্যক্রমসহ সব ক্রিকেট কার্যক্রম দেখভাল করছেন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম