Logo
Logo
×

খেলা

তামিমের বিব্রতকর রেকর্ড কেড়ে নেওয়ার খুব কাছে মুশফিক

Icon

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:০৮ এএম

তামিমের বিব্রতকর রেকর্ড কেড়ে নেওয়ার খুব কাছে মুশফিক

৩৫ রানে চার উইকেট হারিয়ে বাংলাদেশ দল তখন মহাবিপদে। খাদের কিনারা থেকে বহুবার দলকে টেনে তোলার দায়িত্বটা ছিল অভিজ্ঞ মুশফিকুর রহিমের কাঁধে। তবে তিনি সে দায়িত্বটা নিতে পারলেন কই?

অক্ষর প্যাটেলের প্রথম বলেই উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফেরেন। গোল্ডেন ডাক। এই আউটের সঙ্গে অনাকাঙ্ক্ষিত এক রেকর্ডের দিকে এগিয়ে গেলেন মুশফিক।

আন্তর্জাতিক ক্রিকেটে তার ‘শূন্য’ এখন ৩৩টি। বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি শূন্য রানে আউট হওয়ার রেকর্ডে এখন যৌথভাবে দুইয়ে মুশফিক। আন্তর্জাতিক ক্রিকেটে তার সমান ৩৩টি শূন্য রয়েছে মাশরাফি বিন মুর্তজার।

বাংলাদেশের হয়ে এই রেকর্ডে সবার উপরে আছেন তামিম ইকবাল। তিন সংস্করণ মিলিয়ে ৩৬ বার শূন্যতে ফেরার তেতো স্বাদ পেয়েছেন দেশের সফলতম বাঁ-হাতি ওপেনার।

মাশরাফি ও মুশফিকের নিচে সর্বোচ্চ শূন্য রয়েছে মোহাম্মদ আশরাফুল (৩১) ও সাকিব আল হাসানের (২৭)। আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি শূন্য রানে আউট হওয়ার বিশ্বরেকর্ড শ্রীলংকার কিংবদন্তি স্পিনার মুত্তিয়াহ মুরালিধরনের।

ঘটনাপ্রবাহ: চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫


আরও পড়ুন

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম