Logo
Logo
×

খেলা

মাইলফলক ছুঁয়ে কিংবদন্তি রোহিত!

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:২৮ পিএম

মাইলফলক ছুঁয়ে কিংবদন্তি রোহিত!

মাইলফলক ছুঁয়ে কিংবদন্তি বনে গেলেন রোহিত শর্মা। ভারতীয় এই তারকা ক্রিকেটার ধারাবাহিক পারফর্ম করে একের পর এক রেকর্ড গড়ে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন।

হিটম্যান খ্যাত এই তারকা ব্যাটসম্যান ওয়ানডে ক্রিকেটে রেকর্ড তিনটি ডাবল সেঞ্চুরি হাঁকানোর পাশাপাশি একদিনের ক্রিকেটে ২৬৪ রানের রেকর্ড গড়া ইনিংস খেলে অনেক আগেই কিংবদন্তির তালিকায় নিজের স্থান করে নিয়েছেন। 

আজ দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ দলের বিপক্ষে ৩৬ বলে ৪১ রানের ইনিংস খেলার পথে আরও একটি মাইলফলক স্পর্শ করেন রোহিত।

ওয়ানডে ক্রিকেটে দ্বিতীয় দ্রুততম ব্যাটসম্যান হিসেবে ১১ হাজার রানের মাইলফলক ছুঁয়েছেন রোহিত। তার লেগেছে ২৬১ ইনিংস। ২২২ ইনিংসে ১১ হাজার রান করেছেন রোহিত শর্মার সতীর্থ এবং ভারতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক বিরাট কোহলি।

রোহিত ভারতীয় চতুর্থ ব্যাটসম্যান হিসেবে ওয়ানডে ক্রিকেটে ১১ হাজার রান করেন। ওয়ানডে ক্রিকেটে রেকর্ড সর্বোচ্চ ১৮ হাজার ৪২৬ রান করেন শচীন টেন্ডুলকার। বিরাট কোহলি করেন ১৩ হাজার ৯৮৫ রান। ১১ হাজার ৩৬৩ রান করেন ভারতীয় সাবেক আরেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলী।

ঘটনাপ্রবাহ: চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫


আরও পড়ুন

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম