Logo
Logo
×

খেলা

চোট নিয়েই সেঞ্চুরি, ‘হৃদয়’ কেড়ে নিলেন তাওহিদ

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:০৭ পিএম

চোট নিয়েই সেঞ্চুরি, ‘হৃদয়’ কেড়ে নিলেন তাওহিদ

চ্যাম্পিয়ন্স ট্রফির গুরুত্বপূর্ণ ম্যাচে অসাধারণ ব্যাটিং করেছেন তাওহিদ হৃদয়। ব্যাটিংয়ের সময়ে মাংস পেশিতে টান লাগে তাওহিদ হৃদয়ের। চোট নিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে শতরানের মাইলফলক স্পর্শ করেন এই ডিমলঅর্ডার ব্যাটসম্যান। 

তাওহিদ হৃদয়ের সেঞ্চুরি আর জাকের আলি অনিকের দায়িত্বশীল ব্যাটিংয়ে ভারতের বিপক্ষে ৩৫ রানে ৫ উইকেট হারিয়ে বিপাকে চাপে যাওয়া বাংলাদেশ শেষ পর্যন্ত ২২৮ রান তুলতে সমর্থ হয়।

বৃহস্পতিবার দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে চ্যাম্পিয়ন্স ট্রফির দ্বিতীয় ম্যাচে শক্তিশালী ভারতের মুখোমুখ হয় বাংলাদেশ। টস জিতে প্রথমে ব্যাটিংয়ে নেমে ৮.৩ ওভারে মাত্র ৩৫ রানে প্রথম সারির ৫ ব্যাটসম্যানের উইকেট হারিয়ে কোণঠাসা হয়ে যায় টাইগাররা।

দলের এমন কঠিন পরিস্থিতিতে হাল ধরেন মিডলঅর্ডার দুই ব্যাটসম্যান জাকের আলি অনিক ও তাওহিদ ‍হৃদয়। ষষ্ঠ উইকেটে তারা ২০৬ বল মোকাবেলা করে ১৫৪ রানে জুটি গড়েন।

মূলত জাকের আলি অনিক ও তাওহিদ হৃদয়ের দায়িত্বশীল ব্যাটিংয়ে চাপ সামলিয়ে সম্মানজনক স্কোর গড়ে বাংলাদেশ।

একটা সময়ে মনে হয়েছিল টার্গেট আড়াইশ ছাড়িয়ে যাবে। কিন্তু দলীয় ১৮৯ রানে জাকের আলি অনিক ক্যাচ তুলে দিয়ে সাজঘরে ফিরলে রানের গতি স্লথ হয়ে যায়।

এরপর জাকের আলি উইকেটের এক প্রান্ত আগলে রাখলেও অন্য প্রান্তে লেগ স্পিনার রিশাদ হোসেন ব্যাটিংয়ে নেমে মারকাটিং ব্যাটিংয়ে ২টি ছক্কা আর এক চারের সাহায্যে ১৮ রান করে আউট হন। এরপর উইকেটে থিতু হতে পারেননি তানজিম হাসান সাকিব ও তাসকিন আহমেদরা।

ইনিংস শেষ হওয়ার দুই বল আগে মোহাম্মদ শামির পঞ্চম শিকারে পরিণত হয়ে তাওহিদ হৃদয় সাজঘরে ফেরার মধ্য দিয়ে শেষ হয়ে যায় বাংলাদেশ দলের ইনিংস। তার আগে ১১৮ বলে ৬টি চারআর দুটি ছক্কার সাহায্যে ১০০ রান করে তাওহিদ হৃদয়।

১১৪ বলে চারটি বাউন্ডারির সাহায্যে ৬৮ রান করে ফেরেন জাকের আলি অনিক। ২৫ বলে ২৫ রানে ফেরেন ওপেনার তানজিদ হাসান তামিম।

২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপে চোটের কারণে মাঠের বাইরে চলে যাওয়া মোহাম্মদ শামি দীর্ঘদিন পর মাঠে ফিরেই ঝলক দেখাল। তিনি একাই গুঁড়িয়ে দিলেন বাংলাদেশ দলের ব্যাটিং লাইনআপ। শামি ১০ ওভারে মাত্র ৫৩ রান খরচ করে ৫ উইকেট নিয়ে একাই বাংলাদেশ দলকে ধ্বসিয়ে দেন।

ঘটনাপ্রবাহ: চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫


আরও পড়ুন

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম