Logo
Logo
×

খেলা

প্রথম প্রতিপক্ষ বাংলাদেশ হলে টুর্নামেন্টটা ভালো যায়: কোহলি

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:২৯ পিএম

প্রথম প্রতিপক্ষ বাংলাদেশ হলে টুর্নামেন্টটা ভালো যায়: কোহলি

প্রথম প্রতিপক্ষ বাংলাদেশ হলে টুর্নামেন্ট ভালো যায়, বলছেন ভারতীয় সাবেক অধিনায়ক বিরাট কোহলি। 

ব্রডকাস্ট চ্যানেলকে দেওয়া এক সাক্ষাৎকারে কোহলি বলেছেন, ‘এর আগে বাংলাদেশের বিপক্ষে দুইবার আমরা প্রথম ম্যাচ খেলেছি। ২০১১ সালের ওয়ানডে বিশ্বকাপ ও ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে। দুইবারই আমরা চ্যাম্পিয়ন হয়েছি। তাই বাংলাদেশের বিপক্ষে শুরুটা হলে সেই টুর্নামেন্ট আমাদের ভালো যায়। এবারও আশা করছি সেটাই হবে।'

ভারতীয় তারকা ক্রিকেটার আরও বলেছেন, 'অনেক বছর পরে চ্যাম্পিয়ন্স ট্রফি হচ্ছে। এই প্রতিযোগিতা আমার ব্যক্তিগত ভাবে খুব ভালো লাগে। কারণ, প্রথম আটে থাকা দল এই প্রতিযোগিতায় খেলে। সুযোগ পেতে তাই সারা বছরই ভালো খেলতে হয়। প্রথম সারির দলগুলো খেলায় টানটান লড়াই হয়।'

ক্রিকেট বিশ্বের এই সময়ের অন্যতম সেরা এই ব্যাটসম্যান আরও বলেছেন, ‘টি-টোয়েন্টি বিশ্বকাপে আমরা যে চাপ নিয়ে খেলেছি সেটাই এখানে খেলতে চাই। কারণ, দুটি প্রতিযোগিতাই খুব ছোট। শুরু থেকেই জিততে হবে। একটা ম্যাচ খারাপ হলে চাপ বেড়ে যেতে পারে। তাই টি-টোয়েন্টি বিশ্বকাপের মানসিকতা নিয়েই এখানে খেলতে চাই।'

২০১১ সালে ওয়ানডে বিশ্বকাপেও ভারতের প্রথম প্রতিপক্ষ ছিল ভারত। সেই আসরে ভারতের সঙ্গে বিশ্বকাপের সহআয়োজক ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এরপর ২০২৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগেও টাইগারদের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলে ভারত। এই দুটি আসরেই শিরোপা জিতে টিম ইন্ডিয়া। সাত বছর বিরতির পর আবারও মাঠে গড়ালো চ্যাম্পিয়ন্স ট্রফি। 

ঘটনাপ্রবাহ: চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫


আরও পড়ুন

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম