Logo
Logo
×

খেলা

চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ছিটকেই গেলেন ফখর

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:০৯ পিএম

চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ছিটকেই গেলেন ফখর

চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫ থেকে ছিটকে গেলেন পাকিস্তানের ওপেনার ফখর জামান। নিউজিল্যান্ডের বিপক্ষে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচেই চোট পেয়েছেন তিনি। তার পরিবর্তে দলে ডাক পেয়েছেন ইমাম-উল-হক।

নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচে ফিল্ডিং করতে গিয়ে চোট পান ফখর জামান। ইনিংসের দ্বিতীয় বলেই শাহীনের ডেলিভারিতে উইল ইয়াং কাভারের দিকে শট খেললে সেটি থামানোর জন্য দৌড় দেন জামান। বল বাঁচাতে পারলেও, চোট পেয়ে মাঠ ছাড়েন তিনি। 

ম্যাচের শেষভাগে ফিল্ডিং করতে ফিরলেও ব্যাটিংয়ে ওপেনিংয়ে নামতে পারেননি তিনি। পরে চার নম্বরে ব্যাটিংয়ে নেমে দৌড়াতে গিয়ে সমস্যায় পড়েন। ৪১ বলে ২৪ রান করেন তিনি এবং বাবর আজমের সঙ্গে ৬৫ বলে ৪৭ রানের জুটি গড়েন। তবে বাবরও দ্রুত রান তুলতে ব্যর্থ হন।

৩২০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে পাকিস্তান ৬০ রানে হেরে যায়। চ্যাম্পিয়ন্স ট্রফির বর্তমান চ্যাম্পিয়নরা তাদের পরবর্তী ম্যাচে ২৩ ফেব্রুয়ারি মুখোমুখি হবে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে। এরপর ২৭ ফেব্রুয়ারি রাওয়ালপিন্ডিতে গ্রুপ পর্বের শেষ ম্যাচে লড়বে বাংলাদেশের বিপক্ষে।

২৯ বছর বয়সী ইমাম-উল-হক ২০২৩ সালের পর থেকে পাকিস্তানের জাতীয় দলে সুযোগ পাননি। তিনি সর্বশেষ ওয়ানডে খেলেছিলেন বিশ্বকাপে। এখন পর্যন্ত তিনি ৭২টি ওয়ানডে ম্যাচে ৪৮.২৭ গড়ে ৩১৩৮ রান করেছেন।

ঘটনাপ্রবাহ: চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫


আরও পড়ুন

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম