Logo
Logo
×

খেলা

একুশে পদক পাওয়ার পরই দুঃসংবাদ পেলেন সাবিনারা

Icon

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:৩৫ পিএম

একুশে পদক পাওয়ার পরই দুঃসংবাদ পেলেন সাবিনারা

দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক পদক একুশে পদক আজ হাতে পেয়েছে সাবিনা খাতুনের নেতৃত্বাধীন বাংলাদেশ নারী ফুটবল দল। তবে কিছুক্ষণ পরেই দুঃসংবাদটা এল। সাবিনা খাতুন, কৃষ্ণা রাণী সরকার ও সানজিদা খাতুনদের বাদ দিয়ে সংযুক্ত আরব আমিরাত সফরের দল দিয়েছে বাফুফে।

অভিজ্ঞদের অনুপস্থিতিতে দলে নতুন মুখের দেখা মিলেছে একাধিক। অতীতে জাতীয় দলে খেলেছেন, এমন ফুটবলারও জায়গা পেয়েছেন এই দলে।

ভবিষ্যতের কথা ভেবেই এই সিদ্ধান্ত নিয়েছেন, ইঙ্গিত দিলেন বাংলাদেশ কোচ পিটার বাটলার। তিনি বলেন, ‘এরাই বাংলাদেশ ফুটবলের ভবিষ্যৎ। অনেক খেলোয়াড় রয়েছে তরুণ। তাদের সময় প্রয়োজন এবং ভুল থেকে শিক্ষা নেবে। আমার দৃষ্টিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়– এই দলে যারা যাচ্ছে তাদের আচরণ ভালো, নির্দেশনা অনুসরণ করে ও গ্রহণযোগ্য পারফরম্যান্স করছে।’

আমিরাতের মাটিতে বাংলাদেশ ম্যাচ খেলবে দুটো। আগামী ২৬ ফেব্রুয়ারি প্রথম ম্যাচ, এরপর ২ মার্চ দ্বিতীয় ম্যাচটি মাঠে গড়াবে। এর মধ্যে প্রথম ম্যাচটি হবে ফিফা প্রীতি ম্যাচ, কারণ এই ম্যাচটিই কেবল আন্তর্জাতিক উইন্ডোর ভেতরে আছে।

বাংলাদেশ স্কোয়াড:
আফইদা খন্দকার, ইয়ারজান, মিলি আক্তার, শাহেদা আক্তার রিপা, মুনকি আক্তার, স্বপ্না রাণী, কোহাতি কিসকু, আইরিন খাতুন, অর্পিতা বিশ্বাস, সুরভী আকন্দ প্রীতি, ঐশী সুলতানা, তনিমা বিশ্বাস, মেঘলা রাণী, মারিয়াম বিনতে হান্না, কানন আক্তার, আকলিমা খাতুন, বন্যা খাতুন, সুরমা জান্নাত, হালিমা আক্তার, অয়ন্ত বালা, জয়ন্ত বিবি রিতা ও নাবরিন খাতুন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম