Logo
Logo
×

খেলা

টপ অর্ডারে সেই পুরোনো রোগ

Icon

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০২৫, ০৩:৪৬ পিএম

টপ অর্ডারে সেই পুরোনো রোগ

ছবি: সংগৃহীত

এদিক-সেদিক খোঁচা মেরে প্রতিপক্ষের হাতে বল তুলে দেওয়া যেন টাইগারদের মুদ্রাদোষ। বিশেষ করে টপ অর্ডারের এমন কাজ বহুল আলোচনায়। ভারতের বিপক্ষেও দায়িত্বজ্ঞানহীন ব্যাটিং প্রদর্শনী দেখিয়েছেন নাজমুল হোসেন শান্তর দল। ইনিংসের শুরুতে তাতেই বাড়ছে বড় শঙ্কা।

দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামেও টপ অর্ডার মোটাদাগে ব্যর্থ হয়েছে। ওপেনিংয়ে নামা সৌম্য সরকার ফিরেছেন শূন্য রানে। চাপ সামলাতে আসা অধিনায়ক শান্তও করতে পারেননি রান। ব্যর্থ হয়েছেন মেহেদী হাসান মিরাজ।

অথচ দীর্ঘ ব্যাটিং লাইন আপের ভারতের বিপক্ষে লড়াকু পুঁজি আনার ভার ছিল তাদের ওপর। বাংলাদেশ দলে ওপেনিংয়ে ব্যর্থতার সমস্যা বেশ পুরোনো। তার সঙ্গে টপ অর্ডারের দ্রুত ফেরা এবং জুটি গড়তে ব্যর্থ হওয়াও আলোচনায় থাকে হরহামেশা। 

রান প্রসবা উইকেটের চ্যাম্পিয়ন্স ট্রফিতে শুরু থেকেই আলোচনায় ছিল ব্যাটিং ইউনিট। ভয়ও ছিল। শান্তরা দুবাইয়ে সেটির বাস্তবতা দেখিয়েছেন। সৌম্য ও শান্তর পর মিরাজ ফিরেছেন ৫ রান করে। পরে তানজিদ ফিরেছেন কিছুটা সময় লড়ে। শুরুতেই নড়বড়ে হয়ে পড়া টাইগাররা কতদূর যায় সেটিই দেখার।

ঘটনাপ্রবাহ: চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫


আরও পড়ুন

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম