Logo
Logo
×

খেলা

ভারতকে উচিত শিক্ষা দিতে বললেন সাকলাইন

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৪৭ এএম

ভারতকে উচিত শিক্ষা দিতে বললেন সাকলাইন

ছবি: সংগৃহীত

পাকিস্তান এবারের চ্যাম্পিয়ন্স ট্রফির মূল আয়োজক হলেও ভারত প্রতিবেশী দেশটিতে খেলতে যেতে রাজি না হওয়ায় টুর্নামেন্টটি অনুষ্ঠিত হচ্ছে হাইব্রিড মডেলে। ২৩ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে হাইভোল্টেজ ম্যাচ খেলতে পাকিস্তান দলকে যেতে হবে দুবাইয়ে। বিষয়টি মানতে পারছেন না পাকিস্তানের সাবেক ক্রিকেটাররা।

গোয়ার্তুমি ও অসহযোগিতার জন্য এবার ভারতকে উচিত শিক্ষা দেওয়ার আহ্বান জানালেন পাকিস্তানের স্পিন কিংবদন্তি সাকলাইন মুশতাক। ভারতের ভিসা পেতে তিক্ত অভিজ্ঞতা চিরবৈরী পড়শিদের প্রতি সাকলাইনের মন আরও বিষিয়ে তুলেছে।

চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে পাকিস্তানের একটি টিভি চ্যানেলের অনুষ্ঠানে ভারতকে ধুয়ে দিয়ে সাকলাইন বলেছেন, ‘নানা অজুহাতে একের পর এক সমস্যা তৈরি করছে ভারতীয় ক্রিকেট বোর্ড। সেখানে আমরা এখনো তাদের প্রশংসাই করে যাচ্ছি। আমাদের সন্তানরা চাইছে কোহলি, বুমরার খেলা দেখতে। কিন্তু ভারত কিছুই মানতে চায় না। আমি জানি না, তারা কোন দুনিয়ায় বাস করে। তাদের আচরণ খুবই খারাপ। আইসিসির এ বিষয়ে শক্ত পদক্ষেপ নেওয়া উচিত। আর পাকিস্তানের লক্ষ্য হওয়া উচিত ভারতকে উচিত শিক্ষা দেওয়া।’

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম