Logo
Logo
×

খেলা

বার্মিংহামে সেমিফাইনাল হারের প্রতিশোধ নেওয়ার সুযোগ বাংলাদেশের

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০২৫, ১০:২৩ এএম

বার্মিংহামে সেমিফাইনাল হারের প্রতিশোধ নেওয়ার সুযোগ বাংলাদেশের

ছবি: সংগৃহীত

ক্রিকেটের বৈশ্বিক ইভেন্টে এ যাবতকালে বাংলাদেশের সেরা সাফল্য চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে খেলা। ২০১৭ চ্যাম্পিয়ন্স ট্রফিতে সেমিফাইনালে গিয়েছিল বাংলাদেশ। হাতছানি ছিল ভারতকে হারিয়ে ইতিহাস রচনা করার। তবে সুযোগ পেয়েও সেবার সেটা করে দেখাতে পারেনি বাংলাদেশ। এবার বাংলাদেশের জন্য ম্যাচটা তাই প্রতিশোধেরও।

ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে আজ শুরু হচ্ছে বাংলাদেশের এবারের চ্যাম্পিয়ন্স ট্রফি অভিযান। যেখানে নিজেদের প্রথম ম্যাচেই প্রতিপক্ষ হিসেবে ভারতকে পাচ্ছে বাংলাদেশ। অর্থাৎ ৮ বছর আগে চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজেদের সেরা সাফল্যের পথে বাধ সাধা সেই ভারতকেই এবার দুবাইয়ে পাচ্ছে বাংলাদেশ।

এবার অবশ্য নতুন গল্প লেখার কথা জানিয়েছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। টুর্নামেন্ট শুরুর আগে তিনি জানিয়েছিলেন, চ্যাম্পিয়ন হওয়ার জন্যই যাচ্ছেন তারা। অধিনায়কের এই কথায় চলছে ব্যঙ্গ-বিদ্রূপ। শান্তর সামনে এখন দুটো চ্যালেঞ্জ! এক, ব্যঙ্গ-বিদ্রূপের জবাব, অন্যটি বার্মিংহামে হারের প্রতিশোধ।

সাম্প্রতিক সময়ে অবশ্য ভারতের সঙ্গে ম্যাচ রীতিমতো এক দ্বৈরথে পরিণত হয়েছে। ২০১৫ বিশ্বকাপে ভারতের বিপক্ষে অগ্নিগর্ভ কোয়ার্টার ফাইনাল হারের পর থেকেই এই লড়াই এখন অন্য এক উচ্চতায় পৌঁছেছে। মাঠের বাইরে কথার লড়াইয়েও সেই ছাপ থাকে। ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে বাংলাদেশের অধিনায়ক শান্তও জানালেন তেমনটি।

বললেন, ‘বাংলাদেশ-ভারত ম্যাচ নিয়ে সব সময় তো উত্তেজনা থাকে। আমার মনে হয় ক্রিকেটাররা এটা নিয়ে এতটা ভাবে না। পরিকল্পনা কীভাবে বাস্তবায়ন করবে, সেদিকেই মনোযোগ দেয়। মাঠে যত ঠাণ্ডা থাকা যায়, সেটা নিয়ে চিন্তা করে সবাই।’

সবশেষ ভারত সফরে নাহিদ রানা ছিলেন আলোচনার কেন্দ্রে। গতির ঝড় তুলে খাবি খাইয়েছেন বিরাট কোহলি-রোহিত শর্মাদের। এই ম্যাচের আগেও তাই বাড়তি গুরুত্ব পাচ্ছে রানা।

শান্তও মনে করেন, এই পেসার হতে পারেন ট্রামকার্ড, ‘রানা অবশ্য যে রকম বোলিং করছে ওর ওপর একটু বাড়তি নজর থাকবেই। কিন্তু ওকে দেখে কখনো মনে হচ্ছে না যে ও প্রেশারে আছে, ও নরমাল আছে। ঠিকমতো অনুশীলন করে যাচ্ছে, কালকে যদি ওর খেলার সুযোগ হয় তাহলে অবশ্যই সেরাটা দেবে আমি বিশ্বাস করি।’

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম