Logo
Logo
×

খেলা

কোহলির জন্য প্রস্তুত তাসকিন, বাকিদের টেক্কা দেবেন কারা

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:৫৮ এএম

কোহলির জন্য প্রস্তুত তাসকিন, বাকিদের টেক্কা দেবেন কারা

ছবি: সংগৃহীত

দুবাইয়ে আজ ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হচ্ছে বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফি অভিযান। ভারত ফেভারিট হলেও দলটির বিপক্ষে শেষ পাঁচ ওয়ানডের তিনটিই জিতেছে বাংলাদেশ। মরুর বুকে জমজমাট লড়াইয়ের আশা তাই করাই যায়। ম্যাচের ভাগ্য নির্ধারক হতে পারে পাঁচটি খণ্ড লড়াই।

মোস্তাফিজ বনাম রোহিত

ইংল্যান্ডের বিপক্ষে সম্প্রতি সেঞ্চুরি করেছেন ভারত অধিনয়ক রোহিত শর্মা। আজ বাংলাদেশের হয়ে নতুন বল হাতে আক্রমণ শুরু করতে পারেন মোস্তাফিজুর রহমান। বাঁ-হাতি পেসারদের বিরুদ্ধে রোহিত খুব স্বচ্ছন্দ নন। বাংলাদেশ সেই অস্ত্রই প্রয়োগ করতে পারে। ওয়ানডেতে ১০ বার মুখোমুখি হয়েছেন রোহিত ও মোস্তাফিজ। এর মধ্যে তিনবার রোহিতকে আউট করেছেন বাংলাদেশের বাঁ-হাতি পেসার। অন্যদিকে মোস্তাফিজের বিপক্ষে ১০ ইনিংসে ১২৩ বলে ১৩০ রান করেছেন রোহিত। ফলে শুরুতেই রোহিত বনাম মোস্তাফিজ লড়াই জমে যেতে পারে।

তাসকিন বনাম কোহলি

ভারতের ব্যাটিং স্তম্ভ বিরাট কোহলির অফ-সাইডের বাইরের বল খেলতে সমস্যা হচ্ছে। কোহলিকে সমস্যায় ফেলতে পারেন তাসকিন আহমেদ। বাংলাদেশের ডান-হাতি পেসার কোহলিকে অফ-সাইডের বাইরে টানা বল করার কৌশল বেছে নিতে পারেন। যদিও লাল বলের মতো সাদা বল খুব বেশি সুইং করে না। ফলে কোহলি কিছুটা সুবিধা পেতে পারেন। তাসকিনের বিপক্ষে ওয়ানডেতে চারটি ইনিংস খেলেছেন কোহলি। এর মধ্যে মাত্র একবার আউট হয়েছেন তিনি। তবে করেছেন মাত্র ৩৫ রান। তাসকিনকে কখনো ছক্কা মারতে পারেননি কোহলি। ফলে এই লড়াইয়ের দিকেও নজর থাকবে সবার।

মিরাজ বনাম হার্দিক

ওয়ানডে ক্রিকেটে বড় ভূমিকা রাখেন অলরাউন্ডাররা। ভারতীয় দলে যেমন আছেন হার্দিক পান্ডিয়া, তেমনই বাংলাদেশ দলে রয়েছেন মেহেদী হাসান মিরাজ। হার্দিক যেমন প্রয়োজনে দলের পেস আক্রমণকে সাহায্য করবেন, তেমনই ব্যাট হাতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবেন। মিরাজও ব্যাট হাতে

দলকে ভরসা দেন আবার বল হাতেও উইকেট তুলে নেন। দুই দলের ভারসাম্য রক্ষা করার জন্য মিরাজ ও হার্দিক গুরুত্বপূর্ণ ভূমিকা নেন।

মুশফিকুর বনাম জাদেজা

ভারতের স্পিন আক্রমণে সবচেয়ে অভিজ্ঞ রবীন্দ্র জাদেজা। দুবাইয়ের পিচে যদি স্পিনাররা সাহায্য না পান, তাহলেও জাদেজা বড় ভূমিকা নেবেন। মাঝের ওভারে জাদেজার আক্রমণ সামলাতে হতে পারে বাংলাদেশের অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিমকে। স্পিনের বিপক্ষে বরাবর ভালো খেলেন মুশফিক। ফলে জাদেজাকে সামলানোর জন্য বাংলাদেশ মুশফিকুরকে ব্যবহার করতে পারে।

সৌম্য বনাম শামি

বাংলাদেশের ওপেনার সৌম্য সরকারের সঙ্গে ভারতের পেসার মোহাম্মদ শামির লড়াইয়ের দিকেও নজর থাকবে। নতুন বল হাতে শুরু করবেন শামি। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে তিনিই ছিলেন সবচেয়ে বেশি উইকেট নেওয়া বোলার। যদিও চোট সারিয়ে ফেরার পর এখনো শামিকে পুরোনো ফর্মে দেখা যায়নি। তবে বাঁ-হাতি ব্যাটারদের বিরুদ্ধে শামি যথেষ্ট ভয়ংকর। বাংলাদেশের ওপেনার সৌম্য সরকারকে তাই সামলে খেলতে হবে। শুরুতেই উইকেট হারাতে চাইবে না বাংলাদেশ। সেটার জন্য সৌম্যকে বাড়তি দায়িত্ব নিয়ে খেলতে হবে।

হেড-টু-হেড

ম্যাচ বাংলাদেশ জয়ী ভারত জয়ী ফল হয়নি

৪১ ৮ ৩২ ১

ঘটনাপ্রবাহ: চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫


আরও পড়ুন

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম