Logo
Logo
×

খেলা

বাংলাদেশ যে কারণে কোহলির কাছে পয়া প্রতিপক্ষ

Icon

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:৪২ এএম

বাংলাদেশ যে কারণে কোহলির কাছে পয়া প্রতিপক্ষ

ছবি: সংগৃহীত

বিরাট কোহলি কয়েকটি কারণ দেখিয়েছেন। যুক্তিও টেনেছেন। সর্বপরি খুশি হয়েছেন ভারতের তারকা ব্যাটার। টাইগারদের বিপক্ষে ব্যাট সব সময় হাসে কোহলির। তবে খুশির কারণ অন্য। চ্যাম্পিয়ন্স ট্রফির শুরুতে বাংলাদেশকে মোকাবেলা করবে বলেই কোহলি যারপরনাই খুশি।

আজ বিকাল ৩টায় দুবাইয়ে নাজমুল হোসেন শান্তদের বিপক্ষে নামার আগে কোহলি জানিয়েছেন, বাংলাদেশ তাদের তথা ভারতের জন্য পয়া প্রতিপক্ষ। যতবার আইসিসির টুর্নামেন্টে টাইগারদের বিপক্ষে খেলেছে, ততবার তারা টুর্নামেন্ট জিতেছে।

কোহলি ২০১১ সালের ওয়ানডে বিশ্বকাপ ও ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের উদাহরণ টেনেছেন। ২০১১ সালে বাংলাদেশের বিপক্ষে প্রথম ম্যাচ খেলেছিল ভারত। শেষ পর্যন্ত বিশ্বকাপেও চ্যাম্পিয়ন হয় দলটি। ২০২৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপে অবশ্য বাংলাদেশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলেছিল ভারত। শেষ পর্যন্ত বিশ্বকাপ ট্রফিও হাতে নেয় তারা। 

টুর্নামেন্টের সম্প্রচারকারী চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে কোহলি সেই বিষয়টিই সামনে এনেছেন, ‘এর আগে দুই বার বাংলাদেশের বিপক্ষে আমরা প্রথম ম্যাচ খেলেছি। ২০১১ সালের ওয়ানডে বিশ্বকাপ ও ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ। দুই বারই আমরা চ্যাম্পিয়ন হয়েছি। তাই ওদের বিপক্ষে শুরুটা হলে সেই প্রতিযোগিতা আমাদের ভালো যায়। এবারও আশা করছি সেটাই হবে।’

২০১৭ সালে শেষবার চ্যাম্পিয়ন্স ট্রফি হয়েছিল। আট বছর আগের আসরের ফাইনালে তারা পাকিস্তানের কাছে হেরে যায়। এই প্রতিযোগিতা ব্যক্তিগতভাবে কোহলির বেশ পছন্দের, ‘অনেক বছর পরে চ্যাম্পিয়ন্স ট্রফি হচ্ছে। এই প্রতিযোগিতা আমার ব্যক্তিগতভাবে খুব ভালো লাগে। কারণ, র‌্যাঙ্কিংয়ের প্রথম আটে থাকা দল এই প্রতিযোগিতায় খেলে। তাই সারা বছর ধরে ভালো খেলতে হয়। প্রথম সারির দল খেলায় চ্যাম্পিয়ন্স ট্রফিতে টানটান লড়াই হয়।’

ঘটনাপ্রবাহ: চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫


আরও পড়ুন

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম