Logo
Logo
×

খেলা

মোবাইলের দোকানে পাকিস্তানি তারকার প্রেমে পড়েন এই সুন্দরী

আল-মামুন

আল-মামুন

প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:৫০ পিএম

মোবাইলের দোকানে পাকিস্তানি তারকার প্রেমে পড়েন এই সুন্দরী

পাকিস্তান ক্রিকেট দলের এ সময়ের অন্যতম সেরা পেস বোলার হারিস রউফ। ক্রিকেটে ক্যারিয়ার গড়ার আগে তিনি একটি মোবাইলের দোকানে চাকরি করতেন।

চাকরির সুবাদেই এক তরুণীর সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। তাদের দীর্ঘদিনের সেই সম্পর্ক বিয়েতে পরিণত হয়। এখন তারা সুখী দম্পতি।

২০২২ সালের ২৩ ডিসেম্বর এই পাকিস্তানি ক্রিকেটার বিবাহবন্ধনে আবদ্ধ হন। তিনি বিয়ে করেন মুজানা মাসুদ মালিককে। 

কে এই মুজানা মাসুদ

১৯৯৭ সালের ২০ অক্টোবর রাওয়ালপিন্ডিতে জন্মগ্রহণকারী মুজানা পাকিস্তানের একজন খ্যাতনামা মডেল। তিনি পাকিস্তানের বেশ কিছু বিখ্যাত পোশাক প্রস্তুতকারী সংস্থার সঙ্গে কাজ করেছেন।

মুজানা একটি উর্দু শব্দ। এর অর্থ হলো ‘বৃষ্টি বয়ে আনে এমন মেঘ’। ইসলামাবাদের বাসিন্দা মুজানা। তিনি আন্তর্জাতিক ইসলামিক বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতা এবং গণমাধ্যমে ডিগ্রি অর্জন করেছেন। এর পাশাপাশি ফ্যাশন ডিজাইন নিয়েও পড়াশোনা করেছেন।

হারিস রউফ ও মুজানা দুজনেই আন্তর্জাতিক ইসলামিক বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন। সেখানে পড়াশোনা চলাকালীনই মোবাইলের দোকানে চাকরি নেন হারিস রউফ। আর সেই মোবাইলের দোকানেই হারিস রউফের সঙ্গে মুজানার প্রথম পরিচয় হয়। সেই পরিচয় পরিণত হয় প্রেমে। দীর্ঘদিন চুকিয়ে প্রেম করার পর তারা বিয়ে করেন। 

মুজানা একজন বহু পরিচিত সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার। টিকটকে তার অসংখ্য ভক্ত রয়েছেন। মাঝে মধ্যে টিকটকে বিভিন্ন বিষয় নিয়ে ভিডিও পোস্ট করেন তিনি।

মুজানার মতো হারিস রউফেরও রাওয়ালপিন্ডিতে জন্ম। ১৯৯৩ সালের ৭ নভেম্বর তার জন্ম হয়। তিনি পেশাদার ক্রিকেট খেলার আগে মোবাইলের দোকানে কাজ করেছেন।২৩ বছর বয়স পর্যন্ত টেনিস বল নিয়ে খেলতেন। এরপর তিনি ক্রিকেট বলে খেলা শুরু করেন।

২০২০ সালের জানুয়ারিতে আন্তর্জাতিক ক্রিকেটে তার অভিষেক হয়। তারপর থেকে জাতীয় দলের হয়ে ৭৯টি টি-টোয়েন্টি, আজকের ম্যাচসহ ৪৭টি ওয়ানডে আর ১টি টেস্ট ম্যাচে অংশ নিয়ে বল হাতে শিকার করেন ১৯৪ উইকেট। 

ঘটনাপ্রবাহ: চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫


আরও পড়ুন

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম