Logo
Logo
×

খেলা

মাঠের লড়াইয়ে পাকিস্তান, মডেলের সঙ্গে প্রেমে মজেছেন ওপেনার!

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:৪৭ পিএম

মাঠের লড়াইয়ে পাকিস্তান, মডেলের সঙ্গে প্রেমে মজেছেন ওপেনার!


চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধনী ম্যাচে নিউজিল্যান্ডের মুখোমুখি পাকিস্তান ক্রিকেট দল। বুধবার করাচিতে নিজেদের ঘরের মাঠে টস জিতে নিউজিল্যান্ডকে প্রথমে ব্যাটিংয়ে পাঠায় পাকিস্তান।

আগে ব্যাট করতে নেমে উইলি ইয়াং ও অধিনায়ক টম লাথামের জোড়া সেঞ্চুরিতে ৩২০ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়েছে পাকিস্তান।

দলটির তারকা ওপেনার সায়েম আইয়ুব চোটের কারণে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছেন। বর্তমানে তিনি ইংল্যান্ডে পুনর্বাসন প্রক্রিয়ায় আছেন। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় চাউর হয় এক মডেলের সঙ্গে চুটিয়ে প্রেম করছেন পাকিস্তানের তারকা ওপেনার সায়েম আইয়ুব।

মডেল অবশ্য সাইম আইয়ুবের সঙ্গে ডেটিংয়ের বিষয়টি অস্বীকার করেছেন। সম্প্রতি মডেল কাশফ আলীর একটি ভিডিও পোর্টালে প্রকাশিত হয়েছে। যেখানে তিনি ক্রিকেটার সায়েম আইয়ুবের সঙ্গে ডেটিংয়ের গুজব অস্বীকার করেছেন।

তিনি বলেছেন, আমাদের দেশে অনেক সামাজিক সমস্যা রয়েছে। অথচ সেগুলো নিয়ে তেমন আলোচনা হয় না। অথচ আমাদের মিডিয়াগুলো ভিত্তিহীন জিনিস নিয়ে নিউজ করে দেয়। 

তিনি আরও বলেছেন, একটি ভিডিও দেখার পর আপনি হয়তো দ্বিধাদ্বন্দ্বে পড়েছেন। অথচ সেটি সাধারণ ভিডিও ছিল। অভিনেত্রী হাসতে হাসতে বললেন, এটা আমার কাছে খুব মজার যে, আপনারা কেন এমন করেন কিন্তু এটা করা আমাদের সমাজের মানুষের অভ্যাস তাই কী করা উচিত।

এর আগে কাশাফ আলি ও সাইম আইয়ুবের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। সেখানে তাদের দুজনকে একটি রেস্তোরাঁয় একসঙ্গে দেখা যায়। তারা দীর্ঘ সময় একত্রে কাটান।

গুঞ্জন রয়েছে সায়েম আইয়ুব লন্ডনে পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমিরের সঙ্গেও দেখা করেছিলেন।

ঘটনাপ্রবাহ: চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫


আরও পড়ুন

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম