Logo
Logo
×

খেলা

এবার নিষিদ্ধই হলেন বেলিংহাম

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:৪২ পিএম

এবার নিষিদ্ধই হলেন বেলিংহাম

ওসাসুনার বিপক্ষে লাল কার্ড দেখার পর থেকে নতুন করে আলোচনায় আছেন রিয়াল মাদ্রিদের মিডফিল্ডার জুড বেলিংহাম। এবার তার ওপর নেমে এল নিষেধাজ্ঞার খড়গ। দুই ম্যাচের জন্য নিষিদ্ধ হলেন তিনি। যদিও রিয়াল মাদ্রিদ কর্তৃপক্ষ জানিয়েছে তার এই নিষেধাজ্ঞার বিরুদ্ধে আপিল করবে ক্লাবটি।

গত শনিবার এল সাদারে মাদ্রিদের ১-১ ড্র হওয়া ম্যাচে রেফারি হোসে লুইস মুনুয়েরা মনতেরোর উদ্দেশ্যে অশালীন ভাষা ব্যবহারের অভিযোগে বেলিংহামকে মাঠ থেকে বের করে দেওয়া হয়। স্প্যানিশ ফুটবল ফেডারেশন জানিয়েছে, ইংল্যান্ডের এই মিডফিল্ডার ‘রেফারি, কর্মকর্তা বা ক্রীড়া কর্তৃপক্ষের প্রতি অবজ্ঞাসূচক বা অসম্মানজনক আচরণ’ করেছেন, যার ফলে তাকে নিষিদ্ধ করা হয়েছে। রিয়াল মাদ্রিদ এই নিষেধাজ্ঞার বিরুদ্ধে আপিল করার পরিকল্পনা করছে।

রেফারির প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, বেলিংহাম তাকে অশ্লীল ভাষায় একটি বাক্য বলেছেন। তবে বেলিংহাম দাবি করেছেন, এটি একটি ভুল বোঝাবুঝি এবং তিনি রেফারিকে অপমান করার কোনো উদ্দেশ্য নিয়ে কিছু বলেননি। 

ম্যাচের পর তিনি বলেন, ‘কোনো অপমানজনক কিছু বলিনি। ভিডিওতে স্পষ্টভাবে দেখা যাচ্ছে। ঘটনাটি আমি খুব ভালোভাবে মনে করতে পারছি। এটি আমার নিজের জন্য একটি অভিব্যক্তি ছিল, রেফারির উদ্দেশ্যে নয়। তবে স্পষ্টতই তিনি ভুল বুঝেছেন এবং ভেবেছেন আমি তার প্রতি কিছু বলেছি। এটি মোটেও অপমানজনক কিছু ছিল না।’

বেলিংহাম আরও বলেন, ‘আমি এই পরিস্থিতিতে বেশ শান্ত আছি, কারণ এটি এমন একটি অভিব্যক্তি যা আমি ১৬-১৭ বছর বয়স থেকেই বলে আসছি।’

বেলিংহামের এই লাল কার্ড এমন এক সময়ে এসেছে যখন রিয়াল মাদ্রিদ এবং স্পেনের রেফারি কর্তৃপক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। রিয়াল প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজ বহুদিন ধরেই রেফারিং পক্ষপাত নিয়ে সমালোচনা করে আসছেন।

ফেব্রুয়ারিতে মাদ্রিদ স্প্যানিশ ফুটবল ফেডারেশন এবং স্পেনের হাই স্পোর্টস কাউন্সিলে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেছিল, যেখানে তারা এস্পানিওলের বিপক্ষে এক ম্যাচে দুটি বিতর্কিত সিদ্ধান্তের জন্য ভিএআর অডিও প্রকাশের দাবি জানিয়েছিল।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম