Logo
Logo
×

খেলা

চ্যাম্পিয়ন্স ট্রফিতে ব্যাটিংয়ের আগে শীর্ষস্থান হারালেন বাবর

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:১০ পিএম

চ্যাম্পিয়ন্স ট্রফিতে ব্যাটিংয়ের আগে শীর্ষস্থান হারালেন বাবর

আজ থেকে শুরু হলো আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি পাকিস্তান বনাম নিউজিল্যান্ড। টস জিতে নিউজিল্যান্ডকে ব্যাটিংয়ে নামিয়েছে পাকিস্তান। এই ম্যাচে ব্যাটিংয়ে নামার আগেই শীর্ষস্থান হারালেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। 

ওয়ানডে র‌্যাংকিংয়ে আইসিসির সপ্তাহিক হালনাগাদে নাম্বার ওয়ান ব্যাটসম্যানের পদ হারালেন পাকিস্তানের সাবেক অধিনায়ক বাবর আজম। তাকে হটিয়ে ভারতীয় ওপেনার শুভমান গিল এখন ওয়ানডের শীর্ষ ব্যাটসম্যান। 

অন্যদিকে আফগানিস্তানের তারকা লেগ স্পিনার রশিদ খানকে সরিয়ে ওয়ানডেতে নম্বর ওয়ান বোলার হয়েছেন শ্রীলংকান তারকা মহেশ থিকশানা।

বাবর আজম আর রশিদ খান হতাশ হলেও আগামীকাল সুখবর নিয়েই চ্যাম্পিয়ন্স ট্রফির অভিযান শুরু করবেন ভারতীয় তারকা ওপেনার শুভমান গিল। বৃহস্পতিবার দুবাইয়ে বাংলাদেশের মুখোমুখি হবে ভারত। 

চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ঘরের মাঠে ইংল্যান্ডকে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করে ভারত। সিরিজের সর্বোচ্চ রানসংগ্রাহক ছিলেন শুভমান গিল। ৮৬.৩৩ গড়ে ২৫৯ রান করেছেন এই ডানহাতি ওপেনার।

ব্যাট হাতে এমন দারুণ ফর্মই মূলত গিলকে দুই থেকে শীর্ষে তুলে দিয়েছে। এ নিয়ে ক্যারিয়ারে দ্বিতীয়বার ওয়ানডেতে নম্বর ওয়ান ব্যাটার হয়েছেন ২৫ বছর বয়সী এই ভারতীয় তারকা। 

চ্যাম্পিয়ন্স ট্রফির আগের লম্বা সময় ওয়ানডে খেলা হয়নি রশিদ খানের। এই লেগস্পিনার ৬৬৯ রেটিং পয়েন্ট নিয়ে নেমে গেছেন দুইয়ে। শীর্ষে ওঠা থিকশানাও অবশ্য খুব বেশি (৬৮০ রেটিং) এগিয়ে নেই। ফলে চ্যাম্পিয়ন্স ট্রফিতেই ফের রশিদের শীর্ষস্থান দখলের সুযোগ থাকছে।

ঘটনাপ্রবাহ: চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫


আরও পড়ুন

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম