Logo
Logo
×

খেলা

যে কোনো দলকে হারাতে পারে বাংলাদেশ, বললেন শান্ত

Icon

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:১৮ পিএম

যে কোনো দলকে হারাতে পারে বাংলাদেশ, বললেন শান্ত

ওয়ানডে ফরম্যাটে শেষ কয়েক বছরে দলের অবস্থানটা ভালো নেই। তবে এর মাঝেও বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে আত্মবিশ্বাস ও দৃঢ়তার বার্তা দিয়েছেন।

তিনি বিশ্বাস করেন, এমন প্রতিযোগিতায় যেকোনো দল জয় পেতে পারে এবং বাংলাদেশ চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত। দুবাই ক্রিকেট স্টেডিয়ামে এক সংবাদ সম্মেলনে শান্ত বলেন, ‘আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির মতো টুর্নামেন্টে যেকোনো দল জিততে পারে, কারণ ফেভারিট দলগুলোরও খারাপ দিন যেতে পারে।’

তিনি আরও যোগ করেন, ‘এই ফরম্যাটে আমাদের দলটা বেশ ভারসাম্যপূর্ণ। আমাদের বিশ্বাস আমরা যে কোনো দলকে এই টুর্নামেন্টে হারাতে পারি। প্রত্যেক দলের শিরোপা জেতার সম্ভাবনা আছে। আমি প্রতিপক্ষে খুব একটা মনোযোগ দিচ্ছি না। যদি আমাদের পরিকল্পনাটা আমরা ঠিকঠাক বাস্তবায়ন করতে পারি, তাহলে যে কোনো দিন আমরা যে কোনো দলকে হারাতে পারি।’

তিনি জানান, বাংলাদেশ দলে নতুন খেলোয়াড় থাকবে এবং জয়ের জন্য কঠোর পরিশ্রম ও কৌশলের ওপর নির্ভর করবে। শান্ত আরও বলেন, পুরো দল উজ্জীবিত এবং ভারতের বিপক্ষে তাদের পারফরম্যান্স নিয়ে আত্মবিশ্বাসী। তিনি সমর্থকদের আশ্বস্ত করেন যে বাংলাদেশ দল সেরা প্রচেষ্টা চালাবে এবং প্রতিপক্ষের বিপক্ষে নিজেদের দক্ষতা ও নিবেদন দিয়ে লড়বে।

তিনি ম্যাচের কঠিন চ্যালেঞ্জ স্বীকার করে নিয়ে বলেন, ‘আমরা আমাদের পারফরম্যান্স দিয়ে প্রতিপক্ষকে হারাতে দৃঢ়প্রতিজ্ঞ। প্রত্যেক খেলোয়াড় ইতিবাচক ফলাফলের জন্য সর্বোচ্চ অবদান রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।’

ঘটনাপ্রবাহ: চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫


আরও পড়ুন

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম