Logo
Logo
×

খেলা

ভারতের বিপক্ষে বাংলাদেশের পরিসংখ্যান

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:০৭ পিএম

ভারতের বিপক্ষে বাংলাদেশের পরিসংখ্যান

আজ শুরু হলো চ্যাম্পিয়ন্স ট্রফি। উদ্বোধনী ম্যাচে মাঠের লড়াইয়ে পাকিস্তান-নিউজিল্যান্ড। আগামীকাল বৃহস্পতিবার দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে মুখোমুখি হবে বাংলাদেশ-ভারত। 

গত ছয় মাসের ব্যবধানে দুটি ওয়ানডে সিরিজ খেলে ভারত চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে নামছে। গত বছরের জুলাইয়ে শ্রীলংকার বিপক্ষে ভারত ২-০ ব্যবধানে হেরে যায়। তবে এই মাসের শুরুতে ঘরের মাঠে ইংল্যান্ডকে হারিয়ে ৩-০ হোয়াইটওয়াশ করেছে। 

অন্যদিকে বাংলাদেশ ২০২৪ সাল থেকে নয়টি ওয়ানডে ম্যাচ খেলেছে, যার মধ্যে মাত্র তিনটি জিতেছে। তারা তাদের শেষ সিরিজে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ০-৩ হেরেছে এবং সংযুক্ত আরব আমিরাতে আফগানিস্তানের বিপক্ষে ১-২ ব্যবধানে হেরেছে।

ওয়ানডেতে ভারত ও বাংলাদেশের মধ্যে হেড টু হেড রেকর্ড

আন্তর্জাতিক ওয়ানডেতে অভিষেকের দুই বছর পর ১৯৮৮ সালে ঘরের মাঠে এশিয়া কাপে প্রথম ভারতের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। তারপর থেকে দুই দল ওয়ানডে ক্রিকেটে ৪১ বার মুখোমুখি হয়। অতীতের সাক্ষাতে ভারত ৩২ ম্যাচে জিতে নেয়। বাংলাদেশ জিতেছে মাত্র ৮ ম্যাচে। একটি ম্যাচে কোনো ফলাফল হয়নি। দুই দলের সাক্ষাতে ভারত গত ১৬ বছর বাংলাদেশের বিপক্ষে টানা ১২ ম্যাচ খেলে জয়লাভ করে। 

চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত বনাম বাংলাদেশ

দুই দেশের ৩৭ বছরের প্রতিদ্বন্দ্বিতা সত্ত্বেও, ভারত ও বাংলাদেশ চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসে মাত্র একবার একে অপরের মুখোমুখি হয়েছে। ২০১৭ সালে বার্মিংহ্যামে প্রথমে ব্যাট করে বাংলাদেশ ২৬৪ রান করে। টার্গেট তাড়া করতে নেমে রোহিতের অপরাজিত ১২৩ এবং বিরাট কোহলির অপরাজিত ৯৬ রানের সুবাদে ৯ উইকেটের দাপুটে জয় পায় ভারত।

ঘটনাপ্রবাহ: চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫


আরও পড়ুন

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম