Logo
Logo
×

খেলা

সাকিবকে নিয়ে ‘বিরক্ত’ শান্ত এবার কী বললেন?

Icon

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:০২ পিএম

সাকিবকে নিয়ে ‘বিরক্ত’ শান্ত এবার কী বললেন?

সাকিব আল হাসান বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফির সবশেষ আসরে সাফল্যের কারিগর। চলতি আসরে যে খেলছে দলটা, তাতেও বড় অবদান আছে তার। তবে সেই সাকিব আল হাসান এবারের আসরে নেই। তবে তিনি না থেকেও আছেন, তার প্রসঙ্গটা ঘুরে ফিরেই সামনে চলে আসছে।

বাংলাদেশ এবারের আসরে যে চ্যাম্পিয়ন্স ট্রফিতে আছে, তার মূল কৃতিত্বটা সাকিবের। এখানে আসতে হলে ২০২৩ বিশ্বকাপের শীর্ষ আটে থাকতে হতো। সেটা নিশ্চিত হতো শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচটা জিততে পারলে।

সে ম্যাচে সাকিব ব্যাটে বলে পারফর্ম করে ম্যাচসেরা বনলেন। ফিল্ডিংয়ের সময় আরও এক কীর্তি গড়ে আলোচনায় এসেছিলেন তিনি। অ্যাঞ্জেলো ম্যাথিউসকে করেছিলেন রানআউট। সে জয়টাই বাংলাদেশকে এবারের আসরে নিয়ে এসেছে।

কাকতালীয়ভাবে সেটাই হয়ে আছে সাকিবের শেষ ওয়ানডে ম্যাচ। এরপর আর ৫০ ওভারের ক্রিকেটে মাঠে নামতে পারেননি তিনি।

চ্যাম্পিয়ন্স ট্রফিতে তিনি নামলে প্রায় ১৫ মাস পর নামা হতো এই ফরম্যাটে। তবে শেষমেশ তার ভাগ্যে শিঁকে ছেঁড়েনি। বোলিংয়ের নিষেধাজ্ঞার কারণে তার অলরাউন্ডার সত্বা নেই এখন আর। শেষ অনেক দিন ধরে ব্যাটিং নিয়ে ভুগতে থাকা সাকিবকে শুধু এই ভূমিকায় নিতে চাননি নির্বাচকরা। যার ফলে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলা হচ্ছে না তার।

তার না থাকা প্রসঙ্গটা আজ সংবাদ সম্মেলনেও উঠে এল আবার। সাকিবের না থাকাটা বড় চিন্তার কারণ কি না, এমন একটা প্রশ্ন ধেয়ে গিয়েছিল সাকিবের কাছে। জবাবে তিনি খুব বেশি কিছু বলেননি, এক বাক্যে জানিয়ে দিয়েছেন উত্তর, সঙ্গে প্রকাশ করেছেন নিজের অভিব্যক্তিটাও। বলেছেন, ‘জ্বি না’।

শান্ত যে এই প্রসঙ্গটা নিয়ে প্রশ্ন পেতে পেতে বিরক্ত, তা দেশ ছাড়ার আগে সংবাদ সম্মেলনেই জানিয়ে দিয়েছিলেন। আজ যা বললেন, তার সম্পূর্ণ উলটো কথাই সেদিন বলেছিলেন বাংলাদেশ অধিনায়ক। তিনি বলেছিলেন, ‘অবশ্যই মিস করব। তবে এই প্রশ্নটা কেন করলেন আপনি আমি জানি না। সবাই জানি এই প্রশ্নের উত্তর অনেকবার অনেক খেলোয়াড় দিয়েছে। "মিস করব' বা 'থাকলে ভালো হতো" বলেছে। এই উত্তর অনেকবার পেয়েছেন। আমার মনে হয় না একটা এত বড় আসরে যাওয়ার আগে এই প্রশ্নের উত্তর দেওয়াটা এখন যৌক্তিক হবে।’

সে বিরক্তিটাই বুঝি আরও একবার ভিন্নভাবে প্রকাশ করলেন বাংলাদেশ অধিনায়ক।

ঘটনাপ্রবাহ: চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫


আরও পড়ুন

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম