Logo
Logo
×

খেলা

‘শৃঙ্খলাভঙ্গের’ দায়ে বার্সা ডিফেন্ডারকে কঠোর শাস্তি দিলেন কোচ

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৫, ০১:৩৮ পিএম

‘শৃঙ্খলাভঙ্গের’ দায়ে বার্সা ডিফেন্ডারকে কঠোর শাস্তি দিলেন কোচ

রায়ো ভায়েকানোর বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচ। সে ম্যাচে কি না অভিজ্ঞ এক ডিফেন্ডার জুলস কুন্দের নাম ছিল না বার্সেলোনা শুরুর একাদশে। তার বদলে তুলনামূলক তরুণ একজনকে দেখা গেল সেখানে। বিষয়টা বিস্ময়ের জন্ম দিয়েছিল তখনই। 

তার অভাবটা অত বুঝা যায়নি। রায়োকে ১-০ গোলে হারিয়ে বার্সা উঠে এসেছে লিগের শীর্ষে। তবে কুন্দে কেন ছিলেন না বার্সার একাদশে, তা নিয়ে ধোঁয়াশা কাটছিল না। শেষমেশ কোচ হানসি ফ্লিক নিজেই বিষয়টা পরিষ্কার করেন।

বার্সেলোনা কোচ হানসি ফ্লিক জানান যে, দেরি করে প্রাক-ম্যাচ মিটিংয়ে উপস্থিত হওয়ায় জুল কুন্দেকে রায়ো ভায়েকানোর বিপক্ষে ম্যাচের শুরুর একাদশে রাখা হয়নি। সোমবার রাতে অনুষ্ঠিত ম্যাচে বার্সেলোনা ১-০ ব্যবধানে জয় পেলেও কুন্দের শৃঙ্খলাভঙ্গ বিষয়টি আলোচনার জন্ম দিয়েছে। 

এটি এই মৌসুমে দ্বিতীয়বার হলো যখন সময়মতো না আসায় কুন্দেকে বেঞ্চে বসতে হয়েছে। এর আগে গত অক্টোবরে আলাভেসের বিপক্ষেও একই কারণে তাকে শুরুতে দলে রাখা হয়নি।

ম্যাচ শেষে ফ্লিক বলেন, ‘ম্যাচের আগে আমাদের দু-তিনটি নির্দিষ্ট সময়সূচি থাকে, যা খেলোয়াড়দের মেনে চলতে হয়। এটি খুব কঠিন কিছু নয়। এটি শুধু আমার জন্য নয়, এটি ক্লাব, সতীর্থ ও সমর্থকদের প্রতি সম্মানের বিষয়।’

ফ্লিক আরও বলেন, ‘আমি এখনই বেশি কিছু বলতে চাই না, কারণ আমি কুন্দের সঙ্গে আগে কথা বলতে চাই। তবে এটি পরিষ্কার যে সে দেরি করেছে, আর নিয়ম অনুযায়ী সে শুরু করতে পারেনি।’

এখানে ফ্লিকের কঠোর নিয়মের একটি দৃষ্টান্তও দেখা যায়। গত জানুয়ারিতে সুপার কোপার সেমিফাইনালে অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে গোলরক্ষক ইনয়াকি পেনাকেও দেরিতে আসার জন্য বেঞ্চে বসতে হয়েছিল।

Jamuna Electronics

img img
Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম