চ্যাম্পিয়ন্স ট্রফি শুরুর আগেই দেশে ফিরেছেন ভারতের কোচ

স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৫, ১১:৩৮ এএম

ছবি: সংগৃহীত
রাত পোহালেই শুরু চ্যাম্পিয়ন্স ট্রফি। তার আগেই ভারত শুনেছে বড় দুঃসংবাদ। মূল লড়াই শুরুর দুদিন আগে রোহিত শর্মাদের কোচিং প্যানেলের গুরুত্বপূর্ণ সদস্য দুবাই ছেড়েছেন। হিন্দুস্থান টাইমস জানিয়েছে, শামি-পান্ডিয়াদের বোলিং কোচ মর্নে মরকেল দেশে ফিরে গেছেন।
দেশটির একাধিক গণমাধ্যম জানিয়েছে, মরকেলের বাবা মারা গিয়েছেন। রোহিত শর্মাদের সঙ্গেই দুবাইয়ে ছিলেন তিনি। অনুশীলনও করিয়েছেন। তবে সোমবার তাকে প্রস্তুতিতে দেখা যায়নি। পরে জানা যায় মরকেল দেশে ফিরে গেছেন।
পিতৃশোক কাটিয়ে আবার কবে তিনি দলের সঙ্গে যোগ দেবেন, সেই তথ্যও জানা যায়নি। বোলিং কোচের পরামর্শ ছাড়াই বাংলাদেশ ম্যাচে নামতে হবে রোহিত শর্মাদের। তবে দুবাইতে অনুশীলন চালিয়ে যাচ্ছে টিম ইন্ডিয়া।
ভারত হাইব্রিড মডেলে খেলবে চ্যাম্পিয়ন্স ট্রফি। তারা সবগুলো ম্যাচ খেলবে দুবাইয়ে। রোহিত শর্মাদের গ্রুপে বাংলাদেশ ছাড়াও আছে পাকিস্তান ও নিউজিল্যান্ড। শেষ চারে যেতে নূন্যতম দুটি জয় প্রয়োজন তাদের।