Logo
Logo
×

খেলা

নারী আইপিএলে সর্বোচ্চ পারিশ্রমিক পাচ্ছেন যেসব তারকা

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:৩১ পিএম

নারী আইপিএলে সর্বোচ্চ পারিশ্রমিক পাচ্ছেন যেসব তারকা

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) দারুণ সাফল্য পাওয়ায় নারী ক্রিকেটারদের নিয়ে ২০২৩ সালে ওমেন্স প্রিমিয়ার লিগ (ডব্লিউপিএল) আয়োজন করে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)।

গত শুক্রবার থেকে শুরু হয়েছে ডব্লিউপিএলের ২০২৫ সালের আসর। এবারের আসরে সর্বোচ্চ পারিশ্রমিক পাচ্ছেন যেসব তারকা তাদের নাম তুলে ধলা হলো।  

ভারতীয় তারকা ক্রিকেটার স্মৃতি মান্ধানাকে ৩.৪০ কোটিতে দলে রেখে দিয়েছে রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। নারী আইপিএলের ইতিহাসে স্মৃতি মান্ধানাই একমাত্র ক্রিকেটার যিনি সর্বোচ্চ পারিশ্রমিক পাচ্ছেন। 

দ্বিতীয় সর্বোচ্চ পারিশ্রমিক পাচ্ছেন অস্ট্রেলিয়ান অলরাউন্ডার অ্যাশলে গার্ডনার। তাকে ৩ কোটি ২০ লাখে দলে নিয়েছে গুজরাট জায়ান্টস। ন্যাট সাইভার ব্র্যান্টকে ৩.২০ কোটিতে দলে নিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স।

ভারতীয় ক্রিকেটার দীপ্তি শর্মাকে ২.৬০ কোটিতে দলে নিয়েছে উত্তর প্রদেশ ওয়ারিয়র্স। জেমিমা রদ্রিগেসকে ২.২০ কোটিতে দলে নিয়েছে দিল্লি ক্যাপিটালস। অ্যানাবেল সাদারল্যান্ডকে ২ কোটিতে দলে নিয়েছে দিল্লি। 

১.৯০ কোটিতে সিমরান শেখকে দলে নিয়েছে গুজরাট জায়ান্টস। সমান পারিশ্রমিকে পূজা বস্ত্রাকারকে দলে নিয়েছে মুম্বাই। সোফি একলেস্টোনকে ১.৮০ কোটিতে দলে নিয়েছে উত্তরপ্রদেশ ওয়ারিয়র্স।

ভারতীয় নারী ক্রিকেট দলের বর্তমান অধিনায়ক হারমান প্রীত কৌরকে ১.৮০ কোটিতে দলে নিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। অস্ট্রেলিয়ান তারকা এলিসা পেরিকে ১.৭০ কোটিতে দলে নিয়েছে রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। 

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম