Logo
Logo
×

খেলা

উত্তর কোরিয়ায় টটেনহ্যামের ম্যাচ সম্প্রচার নিষিদ্ধ, কিন্তু কেন?

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:৩৫ পিএম

উত্তর কোরিয়ায় টটেনহ্যামের ম্যাচ সম্প্রচার নিষিদ্ধ, কিন্তু কেন?

ছবি: সংগৃহীত

উত্তর কোরিয়ায় অনেক অদ্ভুত আইন-কানুন রয়েছে। বিশেষ করে দেশটির প্রেসিডেন্ট কিম জং উন ক্ষ্যাপাটে সব সিদ্ধান্ত নেওয়ার জন্য পরিচিত। এই যেমন দেশটিতে ইংলিশ প্রিমিয়ার লিগ ক্লাব টটেনহ্যাম হটস্পারের ম্যাচ প্রদর্শন নিষিদ্ধ।

কারণ? টটেনহ্যামের বর্তমান অধিনায়ক সন হিউন মিন। তিনি আবার দক্ষিণ কোরিয়ার জাতীয় ফুটবল দলেরও অধিনায়ক। যেহেতু দক্ষিণ কোরিয়ার সঙ্গে উত্তরের সম্পর্ক শীতল, তাই দক্ষিণ কোরিয়ার ফুটবলাররা খেলেন এমন কোনো ক্লাবের ম্যাচ দেশটিতে সম্প্রচারের ক্ষেত্রে নিষেধাজ্ঞা রয়েছে।

এই নিষেধাজ্ঞার কারণে কিম জং উন নিজেও তার প্রিয় দল ম্যানচেস্টার ইউনাইটেডের পরের ম্যাচ দেখতে পারছেন না। কারণ আজ (রোববার) যে ইউনাইটেডের বিপক্ষেই খেলবে টটেনহ্যাম।

শুধু টটেনহ্যাম-ই নন, একই কারণে ফরোয়ার্ড হোয়াং হি চ্যান থাকার কারণে উলভস এবং ডিফেন্ডার কিম জি-সু থাকায় ব্রেন্টফোর্ডের খেলা সম্প্রচারও বন্ধ রয়েছে দেশটিতে। 

এদিকে ফুটবল ম্যাচ সম্প্রচারের ক্ষেত্রে আরেকটি বিশেষ নিয়ম রয়েছে উত্তর কোরিয়ায়। দেশটিতে যেকোনো ফুটবল ম্যাচ ৯০ মিনিটের পরিবর্তে ৬০ মিনিটে সম্প্রচার করা হয়। এছাড়া খেলা মাঠে গড়ানোর প্রায় চার মাস পর দেশটির টিভিতে তা দেখা যায়। নিউজ বুলেটিন প্রচারের পূর্বে দেখানো হয় এসব ম্যাচ। 

তথ্যসূত্র: ফক্স স্পোর্টস, দ্য সান

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম