
প্রিন্ট: ১০ এপ্রিল ২০২৫, ০৩:২১ পিএম
অব্যবস্থাপনার পরও বিপিএলে টিকিট থেকে আয়ের রেকর্ড বিসিবির

স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:২৮ পিএম

আরও পড়ুন
বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) বরাবরের মতো এবারও বিতর্ক ছিল বড় অনুষঙ্গ। টিকিট অব্যবস্থাপনা, পারিশ্রমিক জটিলতা আর ফিক্সিংয়ের অভিযোগে এই টুর্নামেন্টের সম্মানহানি হয়েছে। তবে এতসবের পরও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কর্তারা একটা চওড়া হাসি দিতেই পারেন। কারণ বিতর্কের পরও যে বিসিবির পকেট ঠিকই ভারী হচ্ছে।
এই যেমন টিকিটের কথা-ই ধরুন। টুর্নামেন্টের শুরুতে টিকিট অব্যবস্থাপনা নিয়ে কত হইচই, ক্রীড়া উপদেষ্টার প্রেস কর্মকর্তার সঙ্গে টিকিট ইস্যুতে বিসিবি সভাপতির মনোমালিন্য, টিকিট না পেয়ে ক্ষুব্ধ দর্শকদের বিক্ষোভ ও বিসিবির গেট ভাঙচুরের ঘটনাও ঘটেছে। কিন্তু এতকিছুর পরও সেই টিকিট বিক্রি থেকে আয়ের রেকর্ড হয়েছে।
বিপিএলের একাদশ আসরে টিকিট বাবদ কত টাকা ঢুকেছে বিসিবির পকেটে, সেটি আনুষ্ঠানিকভাবে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মিডিয়া কমিটির প্রধান ইফতেখার রহমান মিঠু।
গণমাধ্যমের মুখোমুখি হয়ে ইফতেখার আহমেদ বলেন, ‘আগের বিপিএলগুলোর সঙ্গে তুলনা করলে, এবার দর্শক বেশি হয়েছে। বিপিএল এবার টিকিট থেকে আয় করেছে ১২ কোটি টাকার মতো, যেটা টুর্নামেন্টের ইতিহাসে সর্বোচ্চ। তিনটি ভেন্যুতেই দর্শক ভরপুর ছিল। মাঠে রানও হয়েছে। কয়েকটি ঘটনা ছাড়া এবারের বিপিএল অন্যবারের চেয়ে এগিয়ে ছিল।’
জানা গেছে, টুর্নামেন্টের শুরুতে টিকিট নিয়ে অব্যবস্থাপনা থাকলেও বিসিবি সেটি সামলে নেয়। অনলাইন ও ব্যাংকের মাধ্যমে টিকিট বিক্রিতে দর্শকরা সাড়া দিয়েছেন। অনলাইনে টিকিট বিক্রির ফলে বেড়েছে আয়ের স্বচ্ছতা। সদ্য সমাপ্ত বিপিএলের প্রায় ৬০ শতাংশ টিকিট ডিজিটাল মাধ্যমে বিক্রি হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
ঘটনাপ্রবাহ: বিপিএল-২০২৫
আরও পড়ুন