Logo
Logo
×

খেলা

বরিশালের ফাহিম কেন পাকিস্তান দলে? অসন্তুষ্ট রিজওয়ান!

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ০১:০৮ পিএম

বরিশালের ফাহিম কেন পাকিস্তান দলে? অসন্তুষ্ট রিজওয়ান!

ফাহিম আশরাফ দীর্ঘ দুই বছর পর পাকিস্তান জাতীয় দলে ফিরে এসেছেন। বাংলাদেশ প্রিমিয়ার লিগে ফরচুন বরিশালের হয়ে দারুণ পারফর্ম করে তিনি জায়গা করে নিয়েছেন চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে। তার দলে এভাবে চলে আসাটা পছন্দ হয়নি পাক অধিনায়ক মোহাম্মদ রিজওয়ানের। এমনটাই মনে হয়েছে পাকিস্তানের সাবেক ক্রিকেটার বাসিত আলীর।

অধিনায়ক মোহাম্মদ রিজওয়ানের দলে আত্মবিশ্বাস ও নির্বাচনী সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছেন বাসিত। তার মতে, রিজওয়ান পরিষ্কারভাবে ফাহিমের দলে থাকা নিয়ে অসন্তুষ্ট ছিলেন, কারণ তিনি তাকে মাত্র দুই ওভার বল করিয়েছিলেন এবং পুনরায় বোলিংয়ে আনেন তখন, যখন ম্যাচ প্রায় হেরে গিয়েছিল পাকিস্তান।

তিনি বলেন, ‘রিজওয়ান দেখিয়ে দিয়েছে যে সে ফাহিম আশরাফকে দলে রাখায় খুশি ছিল না। মাত্র দুই ওভার বল করানোর পর আর তাকে ব্যবহার করেনি, এবং যখন করিয়েছে, তখন ম্যাচ হাতছাড়া হয়ে গেছে।’

তিনি সম্প্রতি অনুষ্ঠিত ত্রিদেশীয় সিরিজে পাকিস্তানের কৌশল নিয়েও সমালোচনা করেন। বিশেষ করে, বাবর আজমকে তিন নম্বর থেকে ওপেনিংয়ে নিয়ে আসার সিদ্ধান্তকে ভুল বলে মনে করেন তিনি।

এই ভুলের কারণে ত্রিদেশীয় সিরিজটাও জিততে পারেনি পাকিস্তান, অভিমত তার। তিনি বলেন, ‘ত্রিদেশীয় সিরিজ জিতলে দলের আত্মবিশ্বাস অনেক বেড়ে যেত। কিন্তু কে পরামর্শ দিল বাবর আজমকে ওপেন করানোর? সে তিন নম্বরে ভালো খেলছিল, ৫০-৭০ রান করছিল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে, অথচ তাকে ওপেন করানো হলো। এখন সে মাত্র ৬২ রান করেছে তিন ম্যাচে। এটি ম্যানেজমেন্টের ভুল সিদ্ধান্তের প্রমাণ।’

২০২৫ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচে পাকিস্তান ১৯ ফেব্রুয়ারি নিউজিল্যান্ডের মুখোমুখি হবে। বাসিত মনে করেন, ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে বেশি আলোচনা না করে দলের উচিত আগে নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রস্তুতি নেওয়া।

তারও আগে বেশ কিছু প্রশ্নের সমাধান করতে হবে পাকিস্তানকে, অভিমত বাসিতের। তিনি বলেন, ‘আমরা সবসময় ভারত ম্যাচ নিয়ে কথা বলি, কিন্তু আগে তো নিউজিল্যান্ড ম্যাচ আছে। এই দল কি তাদের বিপক্ষে খেলবে? উইকেট কেমন হবে? সালমান আগা কি ১০ ওভার বল করবে? খুশদিল শাহ খেলবে?’

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম