রান বাংলাদেশ ম্যারাথনে চ্যাম্পিয়ন ইমরান-শাওলিন

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ১২:৪১ পিএম

‘রান বাংলাদেশ আন্তর্জাতিক ম্যারাথন’-এর দ্বিতীয় আসরে ছেলেদের বিভাগে চ্যাম্পিয়ন হয়েছেন ইমরান হাসান এবং মেয়েদের বিভাগে শাওলিন সিগমা।
শুক্রবার হাতিরঝিলে অনুষ্ঠিত তুরাগ অ্যাকটিভ ঢাকা ২৫ কিলোমিটার আন্তর্জাতিক ম্যারাথনে দেশ-বিদেশের প্রায় ২,৫০০ দৌড়বিদ অংশ নেন। সুস্থ জীবনযাত্রায় মানুষকে উদ্বুদ্ধ করতে ও ঢাকার ঐতিহ্য রক্ষার বার্তা দিতে এই আয়োজন করে ‘রান বাংলাদেশ’।
২৫ কিলোমিটার দৌড়ে ইমরান হাসান ১ ঘণ্টা ৩৩ মিনিট ২৯ সেকেন্ড সময় নিয়ে চ্যাম্পিয়ন হন। মেয়েদের বিভাগে শাওলিন সিগমা ২ ঘণ্টা ৩ মিনিট ৭ সেকেন্ড সময় নিয়ে প্রথম স্থান অর্জন করেন।
অন্যদিকে, ১০.৩ কিলোমিটার দৌড়ে ছেলেদের বিভাগে দ্বীপ তালুকদার এবং মেয়েদের বিভাগে হামিদা আক্তার জেবা চ্যাম্পিয়ন হন। এছাড়া, ৩ কিলোমিটার কিডস রানে অভি ইসলাম ও সামিহা স্নেহা প্রথম স্থান অধিকার করেন।
রান বাংলাদেশের সহপ্রতিষ্ঠাতা সাজনান মোহাম্মদ জানান, ‘আমরা শুধু সুস্থ জীবনযাত্রাকে উৎসাহিত করছি না, বরং ঢাকার ঐতিহ্য রক্ষার বার্তাও দিচ্ছি।’