Logo
Logo
×

খেলা

বার্সেলোনায় ফেরার জন্যই সান্তোসে নাম লিখিয়েছেন নেইমার!

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:৫৫ পিএম

বার্সেলোনায় ফেরার জন্যই সান্তোসে নাম লিখিয়েছেন নেইমার!

নেইমার

ইউরোপীয় ফুটবলের পাট আগেই চুকিয়েছেন নেইমার। ২০২৩ সালে যোগ দিয়েছিলেন সৌদি ক্লাব আল হিলালে। তবে চোটাঘাতে ক্লাবটির জার্সিতে খুব বেশি ম্যাচ খেলা হয়নি তার। অবশেষে গত জানুয়ারিতে নাম লিখিয়েছেন নিজের শৈশবের ক্লাব সান্তোসে। তবে স্প্যানিশ সংবাদমাধ্যমে শিগগিরই আবার ইউরোপীয় ফুটবলে দেখা যেতে পারে তাকে।

স্প্যানিশ রেডিও ‘কাদেনা কোপ’ দাবি করেছে, নেইমারের সান্তোসে ফেরা আসলে ইউরোপিয়ান ফুটবলে তার ফেরার চেষ্টার একটা ধাপমাত্র। এই ব্রাজিলিয়ান তারকা সান্তোসে ছয় মাসে খেলে দেখিয়ে দিতে চান তিনি এখনো ইউরোপের ক্লাব ফুটবলের জন্য মানানসই।

এমনকি ২০২৬ বিশ্বকাপের আগেই ইউরোপিয়ান ফুটবলে ফেরার লক্ষ্যে নেইমার নিজেকে তৈরি করছেন বলে দাবি করেছে কাদেনা কোপ।

স্প্যানিশ সংবাদমাধ্যমে ছড়িয়ে পড়া এই খবর শেয়ার করেছেন দলবদলের খবরের ক্ষেত্রে বিশ্বস্ত সূত্র ইতালিয়ান সাংবাদিক ফাব্রিজিও রোমানো। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে নেইমারকে নিয়ে দুটি পোস্ট করেছেন তিনি। একটি পোস্টে নেইমার ও লামিনে ইয়ামাল একে অপরের পিঠে পিঠ ঠেকিয়ে উল্টোমুখ করে দাঁড়িয়ে। ক্যাপশনে লেখা, ‘আগামী মৌসুমে নেইমারের লাস্ট ড্যান্স; হ্যাঁ অথবা না?’

নেইমারকে নিয়ে রোমানোর পরের পোস্ট আরও অর্থবোধক। বার্সার অনুশীলন জার্সি পরা ব্রাজিলিয়ান তারকার ছবি পোস্ট করে রোমানো ক্যাপশনে লিখেছেন, ‘বার্সার জন্য নেইমার অপেক্ষা করতে পারেন, ফ্রি এজেন্ট হিসেবে ফেরাকে অগ্রাধিকার দিচ্ছেন, জানিয়েছে কোপ।’

তবে বার্সেলোনায় ফেরার জন্য দুটি শর্ত পূরণ করতে হবে নেইমারকে। প্রথমত নিজের ফিটনেস ঠিক করে ছন্দে ফিরতে হবে। আর শুধু ফ্রি এজেন্ট হিসেবে আসতে চাইলেই তাকে গ্রহণ করবে বার্সা, পাশাপাশি বেতনও যে অনেকাংশে কমাতে হবে তা বলাই বাহুল্য।

তবে ৩৩ বছরের নেইমার আসলেই বার্সেলোনায় ফেরার পরিকল্পনা করছেন কিনা সে বিষয়ে এখনো নিজে মুখ খোলেননি।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম