Logo
Logo
×

খেলা

ক্রিকেট মাঠে ফিরছেন টেন্ডুলকার

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২৫, ১১:২৩ এএম

ক্রিকেট মাঠে ফিরছেন টেন্ডুলকার

ক্রিকেটকে বহু আগেই বিদায় বলে দিয়েছেন শচিন টেন্ডুলকার। তবে মাঝেমধ্যেই তাকে মাঠে নামতে দেখা যায় বিভিন্ন আমন্ত্রণমূলক ম্যাচে। তেমনই এক টুর্নামেন্টে শচিন আবারও মাঠে নামতে চলেছেন। এবার তার মঞ্চ হবে ইন্টারন্যাশনাল মাস্টার্স লিগ। 

শুধু তিনিই নন। তার সঙ্গে একগাদা তারকা ফিরছেন ক্রিকেটে। তাদের একজন কুমার সাঙ্গাকারা। তার অধীনে খেলবে শ্রী লঙ্কা। ওদিকে ভারতের অধিনায়কত্ব করবেন শচিন। 

আগামী ২২ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে এই টুর্নামেন্ট। ১৬ মার্চ পর্যন্ত চলবে লড়াই। ভেন্যু হবে মুম্বাই, বারোদা এবং রায়পুর। শুক্রবার প্রকাশিত ভারত মাস্টার্স দলের স্কোয়াডে রয়েছেন বিশ্বকাপজয়ী যুবরাজ সিং, সুরেশ রায়না, ইরফান পাঠান এবং আম্বাতি রায়ডুর মতো অভিজ্ঞ ক্রিকেটাররা।

সম্প্রতি বিসিসিআই অ্যাওয়ার্ড ফাংশনে শচীন টেন্ডুলকার জানান যে, তিনি ইতোমধ্যেই এই টুর্নামেন্টের জন্য প্রস্তুতি শুরু করেছেন। ইরফান পাঠান এক প্রেস বিজ্ঞপ্তিতে বলেন, ‘আমি ভারত মাস্টার্স দলের হয়ে প্রথম মৌসুমে খেলতে পেরে উচ্ছ্বসিত। শচীন টেন্ডুলকারের মতো কিংবদন্তির সঙ্গে আবারও একসঙ্গে খেলতে পারব, এটি আমার জন্য দারুণ আনন্দের বিষয়। সেইসঙ্গে আগের অনেক সতীর্থের সঙ্গে মাঠে নামার সুযোগ পেয়ে আমি আনন্দিত।’

শ্রী লঙ্কা মাস্টার্স দলে থাকছেন একসময়ের বিধ্বংসী ওপেনার রোমেশ কালুভিথারানা, ফাস্ট বোলার সুরঙ্গা লাকমল এবং ওপেনার উপুল থারাঙ্গার মতো অভিজ্ঞ ক্রিকেটাররা। শুধু ভারত ও শ্রী লঙ্কাই নয়, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, ওয়েস্ট ইন্ডিজ এবং দক্ষিণ আফ্রিকার সাবেক তারকারাও এই টুর্নামেন্টে অংশ নেবেন। 

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম