Logo
Logo
×

খেলা

এটা টি-টোয়েন্টি নয়, আরশদীপকে ভয় দেখালেন ইংলিশ ক্রিকেটার

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:৪৫ এএম

এটা টি-টোয়েন্টি নয়, আরশদীপকে ভয় দেখালেন ইংলিশ ক্রিকেটার

ছবি: সংগৃহীত

টি-টোয়েন্টিতে ভারতের একাদশে নিয়মিত হলেও ওয়ানডেতে তা কখনোই ছিলেন না আরশদীপ সিং। তবে আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিশ্চিতভাবেই তাকে নিতে হচ্ছে বাড়তি দায়িত্ব। জাসপ্রিত বুমরাহ ছিটকে যাওয়ায় ও লম্বা সময় পর মোহাম্মদ শামি ফেরায় চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের পেস ডিপার্টমেন্টকে তাকেই নেতৃত্ব দিতে হবে। এমন যখন পরিস্থিতি তখন এই টি-টোয়েন্টি স্পেশালিষ্ট বোলিংয়ে কে সতর্ক করে দিয়েছেন সাবেক ইংলিশ ক্রিকেটার ভেডিড লাইড।

এখন পর্যন্ত মাত্র ৯টি ওয়ানডে খেলা আরশদীপকে তার অনভিজ্ঞতার বিষয়টি মনে করিয়ে দিয়েছেন লাইড। সেই সঙ্গে তাকে স্মরণ করিয়ে দেওয়া হয়েছে এটা টি-টোয়েন্টি ফরম্যাট নয়।

৫০ ওভারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে সাফল্য পেতে দীর্ঘ স্পেলে বোলিং করার অভ্যস্ততা গড়ে তুলতে হবে এবং আরশদীপকে কঠিন পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হবে বলেও মনে করেন তিনি। তাই মেগা এই আসরের আগে আরশদীপকে সতর্কই করে দিয়েছেন তিনি।

লয়েড বলেন, ‘এটি টি-টোয়েন্টি নয়, এটি একটি ছোট টুর্নামেন্ট নয়। এখানে আপনাকে বার বার বোলিংয়ে ফিরে আসতে হবে। এটি এমন কিছু যাতে সে অভ্যস্ত নয়। আপনি যদি তার বিরোধী হন, তাকে পরীক্ষা করে দেখুন, সত্যিই তার মধ্যে প্রবেশ করুন।’

ভারতের স্কোয়াড: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল (সহ-অধিনায়ক), বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, কেএল রাহুল, ঋষভ পান্ত, হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, হার্ষিত রানা, মোহাম্মদ শামি, আরশদীপ সিং, রবীন্দ্র জাদেজা, বরুণ চক্রবর্তী।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম