Logo
Logo
×

খেলা

চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিতে যাদের দেখেন পিটারসেন

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৩৭ এএম

চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিতে যাদের দেখেন পিটারসেন

ছবি: সংগৃহীত

চলছে চ্যাম্পিয়ন্স ট্রফি মাঠে গাড়ানোর ক্ষণ গণনা। আগামী ১৯ ফেব্রুয়ারি পর্দা উঠতে যাচ্ছে ৮ দলের মেগা এই আসরের। দলগুলো ব্যস্ত শেষ মুহূর্তের প্রস্তুতিতে। ব্যস্ততা বেড়েছে ক্রিকেট বিশ্লেষকদেরও। নিয়মিতই দলগুলোর শক্তিমত্তা, দুর্বলতা ও সম্ভাব্য চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ী দলের নাম জানাচ্ছেন তারা। এবার সেই দলে নাম লেখালেন সাবেক ইংলিশ ক্রিকেটার কেভিন পিটারসেন। জানালেন কাদের শেষ চারে দেখেন এই কিংবদন্তি। 

পিটারসেন এবারের আসরে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তানকে রেখেছেন তার ফেভারিটদের তালিকায়। গত আসরের দুই ফাইনালিস্ট এবারও দারুণ কিছু উপহার দেবে মনে করেন তিনি। তবে এবার অস্ট্রেলিয়াকে শেষ চারে দেখছেন না তিনি। চ্যাম্পিয়ন্স ট্রফির আগ মুহূর্তে অজিদের বেশ কয়েকজন ক্রিকেটার চোটের কারণে ছিটকে যাওয়ায়। বিশেষ করে মিচেল স্টার্ক যদি নিজেকে সরিয়ে নেন তাহলে দলটিকে বেশ ভুগতে হবে বলে মনে করেন পিটারসেন।

চ্যাম্পিয়ন্স ট্রফির সম্ভাব্য চার সেমিফাইনালিস্ট নিয়ে পিটারসেন বলেন, ‘আমি বলতে চাচ্ছি, এটা খুবই কঠিন। মিচেল স্টার্ক নিজেকে প্রত্যাহার করলে, আমি ভারত, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা এবং নিউজিল্যান্ডকে বেছে নেব।’

এবারের চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হওয়ার আগে সবচেয়ে বেশি চোটের প্রভাব অজি স্কোয়াডে। প্যাট কামিন্স ছিটকে গেছেন। মিচেল মার্শ অবসর নিয়েছেন। জশ হ্যাজেলউড ছিটকে গেছেন। এখন যদি স্টার্কও তাকে সরিয়ে নেন তাহলে নিশ্চিতভাবেই অজিদের জন্য কঠিন হতে যাচ্ছে আসরটি।

ঘটনাপ্রবাহ: চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫


আরও পড়ুন

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম