
প্রিন্ট: ০৩ এপ্রিল ২০২৫, ০৮:৩০ এএম
হঠাৎ হাথুরুর দেখা পেলেন ইমরুল

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১০:০৪ এএম

বাংলাদেশ ক্রিকেটে চন্ডিকা হাথুরুসিংহের দ্বিতীয় অধ্যায় শেষ। গেল বছর দক্ষিণ আফ্রিকা সিরিজের ঠিক আগে তাকে বরখাস্ত করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
এদিকে গেল বছর ইমরুল কায়েসের ক্রিকেট ক্যারিয়ারও শেষ হয়ে গেছে। উষ্ণ ভালোবাসায় সিক্ত হয়ে গত জাতীয় ক্রিকেট লিগের শেষে তিনি বিদায় বলেছেন ক্রিকেটকে।
সেই দুজন এক বিন্দুতে মিলিত হলেন অস্ট্রেলিয়ায়। নিউ সাউথ ওয়েলসে হঠাৎ দেখা হয়ে গেল দুজনের।
বিষয়টা জানা গেল ইমরুলের ফেসবুক পাতা থেকে। সাবেক কোচের সঙ্গে একটি ছবি পোস্ট করে তিনি তার ব্যক্তিগত ফেসবুক পাতায় লিখেছেন, ‘চেনা চেনা লাগে, তবু অচেনা’, সঙ্গে জুড়ে দিয়েছেন হাথুরুর পরিচয়ও।
কোচ চন্ডিকা হাথুরুসিংহের সঙ্গে ইমরুলের সম্পর্কটা বেশ উষ্ণই বলা চলে। ২০১৭ সালের আগ পর্যন্ত তিনি নিয়মিত মুখ ছিলেন বাংলাদেশ ক্রিকেটে। সে সময় দলের কোচ ছিলেন হাথুরু।
এমনকি বিদায় বেলাতেও হাথুরুর প্রশংসাই করেছিলেন ইমরুল। গেল বছর অবসরের আগে সাক্ষাৎকারে বাঁহাতি এই ব্যাটার বলেন, ‘হাথুরুসিংহের কাছ থেকে অনেক কিছু শিখেছি। কোচিং লাইন নিয়ে অনেক কিছু শেখার ছিল। কীভাবে খেলোয়াড়দের কোচিং করাতে হয়, টেকনিক্যালি, ট্যাকটিক্যালি দল চালাতে হয়–সেগুলো শিখেছি।’