
ইনজুরির দরুন ছিটকে গেছেন ঘানার ডিফেন্ডার আর্নেস্ট বোয়াটেং। কিন্তু রক্ষণ নয়, আক্রমণভাগ শক্তিশালী করছে মোহামেডান। মধ্যবর্তী দলবদলে ভেনেজুয়েলা থেকে উড়িয়ে আনছে ফরোয়ার্ড মরিলো জিমেনেজকে।
জানা গেছে, ২৯ বছর বয়সি এই ফুটবলারের সঙ্গে চুক্তি চূড়ান্ত করেছে সাদা-কালোরা। কোচ আলফাজ আহমেদ বলেন, ‘আমরা দ্বিতীয় পর্বে ছয়জন বিদেশি নিয়েই খেলব। এর মধ্যে একজনকে বদল করে নতুন খেলোয়াড় নিয়েছি। প্রথম লেগে খেলা ঘানার আর্নেস্ট বোয়াটেংয়ের পায়ে চিড় ধরেছে। তার জায়গায় ভেনেজুয়েলার মরিলোকে নিয়েছি। সে পুলিশ এফসিতে দুই বছর খেলেছে।’
দেশের ফুটবলে নতুন নন মরিলো। এর আগে ২০২২-২০২৪ দুই মৌসুম খেলেছেন পুলিশ এফসির হয়ে। প্রথম মৌসুমে ১৮ ম্যাচে নয় এবং পরের মৌসুমে ১৫ ম্যাচে করেন পাঁচ গোল। এ মৌসুমে মরিলো খেলেছেন নিকারাগুয়ার ক্লাব মানাগুয়াতে।
দেশটির প্রিমিয়ার বিভাগের ওই ক্লাবের হয়ে ১৩ ম্যাচে পাঁচ গোল করেন মরিলো। পুলিশের জার্সিতে সবশেষ মৌসুমে তেমন অবদান রাখতে না পারলেও কিংসের বিপক্ষে জোড়া গোল করে নজরে আসেন মরিলো। সেটি দেখে তাকে নিতে চেয়েছিল ঢাকা আবাহনী।
আলফাজ যোগ করেন, ‘গত লিগে কিংসের বিপক্ষে দুই গোল করেছে মরিলো। পুলিশ গত দুই মৌসুম ভালো করেছে। তাতে অবদান ছিল তার। মরিলোকে এবার দ্বিতীয় পর্বের জন্য আবাহনীও নিতে চেয়েছিল। কিন্তু আমরা তাকে পেয়েছি। সে নিকারাগুয়া লিগে খেলেছে। এবার প্রথম লেগেই তার সঙ্গে কথা হয়েছিল আমাদের। তখন নিতে পারিনি। এবার নিলাম।’
প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলের শীর্ষে মোহামেডান। নয় ম্যাচে আট জয় এবং এক হারে ২৪ পয়েন্ট তাদের। দুইয়ে থাকা আবাহনীও খেলেছে সমান নয় ম্যাচ। ছয় ম্যাচে জয়, দুটিতে ড্র এবং এক হারে ২০ পয়েন্ট মারুফুল হকের দলের। আর তিনে থাকা কিংসের পয়েন্ট ১৭।