Logo
Logo
×

খেলা

সাকিবকে নিয়ে প্রশ্নে এড়িয়ে গেলেন কোচ, বিরক্ত অধিনায়ক

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:৪৫ পিএম

সাকিবকে নিয়ে প্রশ্নে এড়িয়ে গেলেন কোচ, বিরক্ত অধিনায়ক

দুদিন আগে সাকিব আল হাসানকে নিয়ে প্রশ্ন করা হয় জাতীয় দলের নতুন প্রধান কোচ ফিল সিমন্সকে। তিনি সাকিব প্রসঙ্গে কোনো কথা বলতে চাননি। 

মিরপুরে সংবাদ সম্মেলনে একজন প্রশ্ন করেন- বোলিং অ্যাকশনের সমস্যা না থাকলে সাকিবকে কি চ্যাম্পিয়ন্স ট্রফির দলে রাখা হতো? এমন প্রশ্ন শুনে চওড়া হাসি দিয়ে জাতীয় দলের ক্যারিবিয়ান কোচ ফিল সিমন্স বলেন, ‘এই প্রশ্নের উত্তর দিতে পারব না।’

কোচের মতো আজ একই প্রশ্ন করা হয় বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে। তিনি প্রশ্ন শুনেই বিরক্তি ভাব প্রকাশ করেন।  

চ্যাম্পিয়ন্স ট্রফিতে সাকিবের না থাকা কতটা দোলা দেয়, এমন প্রশ্নে বিরক্তিভাব প্রকাশ করে উত্তর শান্ত বলেন, 'অবশ্যই মিস করব। তবে এই প্রশ্নটা কেন করলেন আপনি আমি জানি না। সবাই জানি এই প্রশ্নের উত্তর অনেকবার অনেক খেলোয়াড় দিয়েছে। "মিস করব' বা 'থাকলে ভালো হতো" বলেছে। এই উত্তর অনেকবার পেয়েছেন। আমার মনে হয় না একটা এত বড় আসরে যাওয়ার আগে এই প্রশ্নের উত্তর দেওয়াটা এখন যৌক্তিক হবে। 

২০২৩ সালের নভেম্বরে ভারতে অনুষ্ঠিত ক্রিকেট বিশ্বকাপে শ্রীলংকাকে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার সুযোগ করে নেয় বাংলাদেশ। সেই ম্যাচে সেদিন হারলে আজকের দিনটি আর আসত না, চ্যাম্পিয়ন্স ট্রফিতে দর্শক হয়ে থাকতে হতো।

সেদিন নাজমুল হোসেন শান্তর সঙ্গে ১৪৯ বলে ১৬৫ রানের জুটিতে দলকে চ্যাম্পিয়ন্স ট্রফিতে তুলে দিতে অসামান্য ভূমিকা রাখেন সাকিব। সেদিন আগ্রাসী ইনিংসের পাশাপাশি বোলিংয়ের ঝলক আর অ্যাঞ্জেলো ম্যাথুসের টাইম আউট ইস্যুতে নেতৃত্বে রেখেছিলেন ভূমিকা। 

ঘটনাপ্রবাহ: চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫


আরও পড়ুন

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম