লেখাপড়ায় মনযোগ বাড়াতে যুব বিশ্বকাপজয়ী তারকার অবসর
![Icon](https://cdn.jugantor.com/uploads/settings/icon_2.jpg)
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:১১ পিএম
![লেখাপড়ায় মনযোগ বাড়াতে যুব বিশ্বকাপজয়ী তারকার অবসর](https://cdn.jugantor.com/assets/news_photos/2025/02/12/Nabil-67ac81d077b7d.jpg)
দেশের ক্রিকেটের অন্যতম সেরা অর্জন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়। ২০২০ সালে ভারতকে হারিয়ে প্রথমবারের মতো বৈশ্বিক কোনো টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ।
চ্যাম্পিয়ন সেই দলের অন্যতম সদস্য ছিলেন প্রান্তিক নওরোজ নাবিল। তরুণ এই তারকা জাতীয় দলে সুযোগ পাওয়ার আগেই ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন।
বুধবার ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত জানিয়েছেন খুলনার এই ক্রিকেটার। বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা চালিয়ে যাচ্ছেন নাবিল। জানিয়েছেন, পড়ালেখায় মনযোগ বাড়াতে নিয়মিত ক্লাস-পরীক্ষাতে অংশ নিতেই এমন সিদ্ধান্ত নিয়েছেন।
তাছাড়া দীর্ঘদিন ধরে শ্বাসকষ্টের সমস্যায় ভুগছিলেন নাবিল। যে কারণে পড়াশুনার পাশাপাশি ক্রিকেট খেলা তার জন্য কঠিন হয়ে যাচ্ছে।
সাম্প্রতিক সময়ে দেশের ঘরোয়া ক্রিকেটে খেললেও, ফর্মের উত্থান-পতনের মধ্য দিয়ে যাচ্ছিলেন নাবিল। ব্যাট হাতে ধারাবাহিকতায় ফেরার লড়াইয়ের মাঝেই দিলেন অবসরের ঘোষণা।
গত বছর মোহামেডানের হয়ে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট এবং এর আগে ২০২৩ সালে দক্ষিণাঞ্চলের হয়ে বাংলাদেশ ক্রিকেট লিগ (বিসিএল) ও খুলনা বিভাগের হয়ে ন্যাশনাল ক্রিকেট লিগে (এনসিএল) খেলেছেন নাবিল।