Logo
Logo
×

খেলা

তামিম-মিরাজদের মতো বিজ্ঞাপন করে তোপের মুখে বাবর

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:০৩ পিএম

তামিম-মিরাজদের মতো বিজ্ঞাপন করে তোপের মুখে বাবর

ছবি: সংগৃহীত

এক্সে দুই লাইন লিখেছিলেন বাবর আজম, ‘কন্টাক্টস নাম্বারসহ ফোন চুরি গেছে। খুঁজে পেলেই সবার সঙ্গে যোগাযোগ করব।’ পাকিস্তানের তারকা ব্যাটারের ওই পোস্টের পর থেকেই সমালোচনা। কেউ কেউ সরাসরি আক্রমণ করে বসেছেন, ‘আগে তো রান হারিয়েছিল, এবার ফোনটাও গেল!’ পরে বাবর অবশ্য আরেক পোস্টে জানান, ফোন ফিরে পেয়েছেন।

বাবরের এই ফোন চুরি যাওয়ার বিষয়টি মিথ্যা, মানে নাটুকে। একটি ফোনের বিজ্ঞাপনি শ্যুটের অংশ এসব পোস্ট। ফোন হাতে পোজ দিচ্ছেন—এমন একটি ছবি দিয়ে বাবর লিখেছেন, ‘ফোন পেয়ে গেছি। সবাই যেভাবে বিষয়টিতে নজর রেখেছিলেন তাতে খুশি।’

কিন্তু ভক্ত-সমর্থকদের বেশিরভাগই তার এমন কাণ্ডে ক্ষুব্ধ হয়েছেন। তারা অনেকে দাবি করেছেন, বুঝতেই পারেননি এটা সত্যি নয়। স্রেফ বিজ্ঞাপন। তাইতো পাল্টা খেপেছেন। 

ঠিক একই অবস্থার মাঝ দিয়ে গিয়েছিলেন তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ ও মেহেদী হাসান মিরাজ। বাংলাদেশি তারকা ক্রিকেটারদের কয়েক মিনিটের কথপোকথন অনেকে সত্যি ভেবে বসেছিল। পরে যখন জানতে পারে এটা স্রেফ বিজ্ঞাপন তখন সমালোচিত হন। ‘পৃথিবী গোল, মিরাজ মনে রাখিস’— মজার ছলে এখনও সেই ডায়ালগ দেন অনেকে। বাবরকেও পাকিস্তানের জনগণ ছাড় দেয়নি।

বাবরকে খোঁচা দিয়ে একজন লিখেছেন, ‘চুরি যাওয়া ফোন তো পেলে, কিন্তু বাবর রানে কবে ফিরবে আল্লাহ জানেন।’ অন্য আরেকজনের পোস্ট, ‘বাবর এবং ইউফোন—সর্গে তৈরি জিনিস। দুটোর কোনোটিই পাকিস্তানে কাজ করে না।’ একজন অবশ্য পজেটিভ একটু কমেন্ট লিখেছে, ‘ফোন তো পেল, আমরা কবে পুরোনো বাবরকে পাব?’।

বেশ কিছুদিন ব্যাট হাতে তেমন ধার দেখাতে পারছেন না বাবর। পাকিস্তানের হয়ে আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে ওপেনার হিসেবে নতুন ভূমিকা নিতে চলেছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক। দলটির কোচ আকিব জাভেদ জানিয়েছেন, ওপেনার সাইম আয়ুব দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্টে চোট পাওয়ায় দলের সমস্যা মেটাতে এই সিদ্ধান্ত। জায়গা বদলে এবার বাবর কতটা বদলায় সেটিই দেখার।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম