Logo
Logo
×

খেলা

চ্যাম্পিয়ন হতে যাচ্ছি আমরা, বললেন শান্ত

Icon

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৫, ০২:১৮ পিএম

চ্যাম্পিয়ন হতে যাচ্ছি আমরা, বললেন শান্ত

আইসিসির যে কোনো ইভেন্টে বাংলাদেশের সর্বোচ্চ সাফল্য চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনাল। ২০১৭ সালে সবশেষ আসরে এই সাফল্য অর্জন করেছিল মাশরাফি বিন মুর্তজার বাংলাদেশ। তার আট বছর পর আবারও একই টুর্নামেন্টে মাঠে নামছে দল। নাজমুল হোসেন শান্তর অধীনে সেই টুর্নামেন্টে বাংলাদেশ যাচ্ছে চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়ে, জানালেন অধিনায়ক।

এর আগে ফিল সিমন্সের কণ্ঠে ছিল একই সুর। তিনি জানিয়েছিলেন, ‘যদি আশাই না করি, তাহলে কেন আছি দলের সঙ্গে?’ এবার শান্তও শোনালেন আশার বাণী। আজ সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আমরা চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে যাচ্ছি।’

তবে এই বিষয়টা নতুন কোনো চাপ বয়ে নিয়ে আসছে না দলের জন্য। শান্ত জানালেন, ‘আমার কাছে বাড়তি চাপ মনে হয় না। ৮ দলই ডিজার্ভ করে চ্যাম্পিয়ন হওয়ার, কোয়ালিটি টিম।’ 

দলের সবচেয়ে বড় তারকা সাকিব আল হাসান নেই। দুই অভিজ্ঞ ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ আর মুশফিকুর রহিমও আছেন ক্যারিয়ার সায়াহ্নে। তবু শান্তর বিশ্বাস, বাংলাদেশের শিরোপা জেতার সামর্থ্যটা আছে। 

তিনি বলেন, ‘আমাদের দলের ঐ সামর্থ্য আছে আমি বিশ্বাস করি। বাড়তি চাপ কেউ অনুভব করবে না। সবাই এটাই (চ্যাম্পিয়ন হতে) চায় মনেপ্রাণে, বিশ্বাস করে নিজেদের সামর্থ্য আছে।’ 

ভরসাটা তিনি রাখছেন সৃষ্টিকর্তার ওপর। তবে তার আগ পর্যন্ত চেষ্টাটা সর্বোচ্চ থাকবে, জানান তিনি। শান্তর কথা, ‘আমাদের রিজিকে আল্লাহ কী লিখে রেখেছেন জানি না। আমরা মেহনত করছি, সততার সাথে কাজ করছি। প্রত্যেকে বিশ্বাস করি লক্ষ্যে পৌঁছাতে পারব।’

বাংলাদেশ চ্যাম্পিয়ন্স ট্রফির ‘এ’ গ্রুপে আছে। এই গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ হিসেবে আছে ভারত, নিউজিল্যান্ড ও বর্তমান চ্যাম্পিয়ন ও স্বাগতিক পাকিস্তান। 

তবে প্রতিপক্ষ নিয়ে ভাবনায় যাচ্ছেন না শান্ত। তিনি বলেন, ‘বুমরাহ বা নির্দিষ্ট কাউকে নিয়ে চিন্তা করছি না, তাদের পুরো দলই ভালো। শুধু ভারত নয়, পাকিস্তান-নিউজিল্যান্ডও; তিনটি দলই ভারসাম্যপূর্ণ। তিনটি দলের সাথেই কষ্ট করে খেলতে হবে।’

ঘটনাপ্রবাহ: চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫


আরও পড়ুন

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম