Logo
Logo
×

খেলা

চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজেদের সেরা অস্ত্রকে পাচ্ছে না ভারত

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১২:৩০ এএম

চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজেদের সেরা অস্ত্রকে পাচ্ছে না ভারত

ছবি: সংগৃহীত

শঙ্কাটা অনেক দিন ধরেই ছিল। তবে আশার কথাও শোনা যাচ্ছিল। যদিও শেষ পর্যন্ত নিরাশার বালুচরে ডুবে গেছে ভারতের আশার ভেলা। চ্যাম্পিয়ন্স ট্রফির সপ্তাহ খানেক আগে সবচেয়ে বড় ধাক্কাটা খেয়েছে ভারত। নিজেদের বোলিং ডিপার্টমেন্টের সেরা অস্ত্র জাসপ্রিত বুমরাহকে পাচ্ছে না দলটি। চোটের কারণে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলা হচ্ছে না বুমরাহর।  

আগামী ১৯ ফেব্রুয়ারি পর্দা উঠতে যাচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফির। যেই আসরে শিরোপার স্বপ্ন দেখছে রোহিত শর্মার দল। আর সেই স্বপ্ন বাস্তবায়নে দলটির অন্যতম হাতিয়ার ভাবা হচ্ছিল বুমরাহকে। সময়ের সেরা পেসারদের একজনও তিনিই। সেই তাকেই এবার হারিয়ে ফেলল ভারত।

বোর্ডার-গাভাস্কার সিরিজের সিডনি টেস্টে পাওয়া চোট এখনও সারিয়ে উঠতে পারেননি বুমরাহ। এখনও বোলিং ফিরতে পারেননি এই তারকা পেসার। যে কারণে শেষ পর্যন্ত তাকে রেখেই চ্যাম্পিয়ন্স ট্রফির বিমানে চড়তে হচ্ছে রোহিত-কোহলিদের।

চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বুমরাহ ছিটকে যাওয়ায় তার জায়গায় সুযোগ পেয়েছেন হর্ষিত রানা। চলমান ইংল্যান্ড সিরিজে ওয়ানডে অভিষেক হয়েছে তার। এছাড়া যশস্বী জয়সওয়ালের বদলি হিসেবে বরুণ চক্রবর্তীকে নেওয়া হয়েছে। আর ভ্রমণ রিজার্ভ হিসেবে দুবাই সফর করবেন- জয়সওয়াল, মোহাম্মদ সিরাজ এবং শিবম দুবে। বাকিদের ইনজুরিতে কপাল খুলতে পারে তাদের।

চ্যাম্পিয়ন্স ট্রফির ভারতের স্কোয়াড: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল (সহ-অধিনায়ক), বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, কেএল রাহুল, ঋষভ পান্ত (উইকেটকিপার), হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, হর্ষিত রানা, মোহাম্মদ শামি, অরর্শদীপ সিং, রবীন্দ্র জাদেজা, বরুণ চক্রবর্তী।

অ-ভ্রমণকারী বিকল্প: যশস্বী জয়সওয়াল, মোহাম্মদ সিরাজ এবং শিবম দুবে

ঘটনাপ্রবাহ: চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫


আরও পড়ুন

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম