Logo
Logo
×

খেলা

বুমরাহ কি চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে পারবেন, ভাগ্য নির্ধারণ আজ

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২৫, ০১:২৭ পিএম

বুমরাহ কি চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে পারবেন, ভাগ্য নির্ধারণ আজ

চোটের সঙ্গে জাসপ্রিত বুমরাহর সখ্যতাটা বহু দিনের। সেই চোট আবারও বুমরাহকে মাঠের বাইরে ঠেলে দিয়েছে। ভারত তাদের আসন্ন আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ১৫ সদস্যের প্রাথমিক স্কোয়াডে তারকা পেসার জসপ্রিত বুমরাহকে অন্তর্ভুক্ত করেছে বটে। কিন্তু তার দলে থাকা এখনো নিশ্চিত নয়।

বুমরাহ জানুয়ারির শুরুতে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজের পর থেকে ভারতের হয়ে কোনো ফরম্যাটে খেলেননি। সিরিজের পঞ্চম ও শেষ টেস্টের তৃতীয় ও চূড়ান্ত দিনে পিঠের সমস্যার কারণে তিনি বোলিং করতে পারেননি। ওই ম্যাচে ভারত ছয় উইকেটে হেরে সিরিজ ৩-১ ব্যবধানে হারায়।

যদিও ভারত ১৮ জানুয়ারি তাকে চ্যাম্পিয়ন্স ট্রফির প্রাথমিক স্কোয়াডে রেখেছিল, তবে প্রতিবেদনে বলা হয়েছে যে তার পিঠের চোট এখনো পুরোপুরি সেরে ওঠেনি। এ কারণেই ইংল্যান্ডের বিপক্ষে ভারতের ঘরোয়া ওয়ানডে সিরিজের জন্য তাকে দলে রাখা হয়নি।

ক্রিকইনফোর প্রতিবেদন অনুযায়ী, বিসিসিআই সম্প্রতি বুমরাহের স্ক্যান করিয়েছে। চূড়ান্ত স্কোয়াড ঘোষণার শেষ সময়সীমা ১১ ফেব্রুয়ারি পর্যন্ত অপেক্ষা করার সিদ্ধান্ত নিয়েছে। এরপর তার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। আজ সে ১১ ফেব্রুয়ারি। আজই তার চ্যাম্পিয়ন্স ট্রফির ভাগ্য নির্ধারিত হওয়ার কথা আছে।

এর আগে, ভারতীয় নির্বাচক অজিত আগারকর জানিয়েছিলেন যে বুমরাহ ইংল্যান্ড সিরিজের শেষদিকে খেলতে পারেন। তবে এখন পর্যন্ত তা ঘটেনি, কারণ তৃতীয় ওয়ানডের আগে তিনি দলের সঙ্গে নেই। ম্যাচটি ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হবে ১৯ ফেব্রুয়ারি।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম