Logo
Logo
×

খেলা

পাকিস্তানে বিরল নজির, ফিল্ডিং করতে মাঠে নেমে পড়লেন দক্ষিণ আফ্রিকা কোচ

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২৫, ১২:০৮ পিএম

পাকিস্তানে বিরল নজির, ফিল্ডিং করতে মাঠে নেমে পড়লেন দক্ষিণ আফ্রিকা কোচ

আইসিসি স্বীকৃত কোনো ম্যাচে কোচকে ফিল্ডিং করতে দেখেছেন? খুব একটা যে দেখেননি, তা নিশ্চিত। এমন দৃশ্যের দেখা তো আর সচরাচর মেলে না! সেই বিরল দৃশ্যের দেখাই মিলেছে সোমবার বিকেলে। পাকিস্তানের লাহোরে দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ডের মধ্যকার ওয়ানডে ম্যাচে ফিল্ডিংয়ে নেমে পড়লেন দক্ষিণ আফ্রিকার কোচ।  

চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতির অংশ হিসেবে পাকিস্তানে চলছে ত্রিদেশীয় সিরিজ, যেখানে অংশ নিয়েছে দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ড। দক্ষিণ আফ্রিকা এই সিরিজে পা রেখেছে স্কোয়াডে মাত্র ১২ জন ক্রিকেটার রেখে। সোমবারের এই ম্যাচে ফিল্ডিংয়ের সময় বিকল্প খেলোয়াড়ের অভাব দেখা দেয়। বাধ্য হয়েই দলের ফিল্ডিং কোচ ওয়ানডিলে গোয়াভুকে নামতে হয় মাঠে।  

দক্ষিণ আফ্রিকার ক্রিকেট এই সিরিজে এসেছে যখন, তখন এসএ২০ লিগে ব্যস্ত ছিলেন বেশিরভাগ ক্রিকেটার। সে কারণে সীমিত সংখ্যক খেলোয়াড় নিয়ে দল গঠন করতে হয়। তার প্রভাব ম্যাচেও পড়েছে। ম্যাচের সময় ৩৭তম ওভারে নিউজিল্যান্ডের ইনিংস চলাকালে এই ব্যতিক্রমী ঘটনা ঘটে।

তবে এটি দক্ষিণ আফ্রিকার জন্য একেবারেই নতুন কিছু নয়। ২০২৪ সালে আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচে দলের ব্যাটিং কোচ জেপি ডুমিনিকেও ফিল্ডিং করতে হয়েছিল, কারণ সেদিন অসুস্থতার কারণে বেশ কয়েকজন খেলোয়াড় অনুপস্থিত ছিলেন। এবার গোয়াভুর মাঠে নামার দৃশ্য সোশ্যাল মিডিয়ায় ব্যাপক সাড়া ফেলে, মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে যায় সেই ভিডিও।  

এদিন ম্যাচটা এ ছাড়াও ঘটনাবহুলই ছিল। হয়েছে একাধিক রেকর্ড। দক্ষিণ আফ্রিকার ম্যাথিউ ব্রিটজকে অভিষেক ম্যাচেই ১৫০ রানের দুর্দান্ত ইনিংস খেলে ইতিহাস গড়েছেন। ওয়ানডে ক্রিকেটে কোনও ব্যাটারের অভিষেক ম্যাচে এটিই সর্বোচ্চ রান। ১৪৮ বলে ১৫০ রানের ইনিংসটি তাকে ইতিহাসের পাতায় জায়গা করে দিয়েছে।  

অন্যদিকে, দীর্ঘ ছয় বছর পর ওয়ানডে ক্রিকেটে শতক তুলে নিয়েছেন নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন। ৭২ বলে সেঞ্চুরি করার পর তিনি অপরাজিত থাকেন ১৩৩ রানে। একইসঙ্গে একদিনের ক্রিকেটে ৭ হাজার রানের মাইলফলকও ছুঁয়েছেন উইলিয়ামসন। 

১৫৯ ইনিংস খেলে এই মাইলফলক ছুঁয়েছেন তিনি। যা তাকে দ্বিতীয় দ্রুততম ব্যাটার হিসেবে এই কৃতিত্ব অর্জনকারী করে তুলেছে। তালিকায় তিনি টপকে গেছেন বিরাট কোহলিকে, যার লেগেছিল ১৬১ ইনিংস। দ্রুততম ৭ হাজার রান করার রেকর্ড এখনও হাশিম আমলার দখলে, যিনি মাত্র ১৫০ ইনিংসে এই মাইলফলক ছুঁয়েছিলেন।  

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম