Logo
Logo
×

খেলা

সাবিনা-সানজিদাদের বাদ দিয়ে জুনিয়রদের সঙ্গে চুক্তি বাফুফের!

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২৫, ১০:০৫ পিএম

সাবিনা-সানজিদাদের বাদ দিয়ে জুনিয়রদের সঙ্গে চুক্তি বাফুফের!

ইংলিশ কোচ পিটার বাটলারের সঙ্গে বিবাদের জেরে অনুশীলন বর্জন করছেন সাবিনা-সানজিদারা। সে সংকট নিষ্পত্তির আগেই ৩৬ জন ফুটবলারের সঙ্গে চুক্তি করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

যদিও এ প্রসঙ্গে এখনো সরাসরি কোনো বিবৃতি দেয়নি ফেডারেশন।

জানা গেছে, আজ (সোমবার) চুক্তিবদ্ধ হওয়া ৩৬ জনের প্রায় সবাই জুনিয়র ফুটবলার। তবে এখন সাবিনা-সানজিদারা চুক্তি না পেলেও তাদের চুক্তির আওতায় আসার সম্ভাবনা শেষ হয়ে যায়নি। তাদের চুক্তিপত্রও প্রস্তুত রয়েছে বলে শোনা যাচ্ছে।

তবে চুক্তির আওতায় আসতে হলে আগে বাটলারের সঙ্গে তাদের সমস্যার সমাধান প্রয়োজন। বাটলারের অধীনে অনুশীলনে ফিরলেই তাদের সঙ্গে চুক্তি হবে বলে জানিয়েছে ফেডারেশন সূত্র।

যদিও অনুশীলন বর্জন করা ১৮ ফুটবলার এখনো তাদের সিদ্ধান্তে অনড়।

এদিকে এর আগে ঘটা করে খেলোয়াড়দের সঙ্গে চুক্তি করলেও চুক্তিবদ্ধ ফুটবলারদের সময়মতো পারিশ্রমিক দিতে পারেনি বাফুফে। এর ফলে প্রায়শই তৎকালীন বাফুফে কর্তাদের প্রশ্নের মুখে পড়তে হয়।

এবার জাতীয় দলের শীর্ষ খেলোয়াড়দের ছাড়াই ৩৬ জনকে চুক্তির আওতায় এনেছে বাফুফে। সাবিনা-কৃষ্ণারা ফিরলে তখন চুক্তিবদ্ধ ফুটবলারের সংখ্যা অর্ধশত ছাড়িয়ে যাবে। আসলেই বাফুফের এতসংখ্যক ফুটবলারকে মাসে মাসে বেতন দেওয়ার সক্ষমতা আছে কিনা তা নিয়ে প্রশ্ন তুলছেন সংশ্লিষ্টরা।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম