Logo
Logo
×

খেলা

সাকিব যা পারেননি, তা-ই করে দেখিয়েছেন সানি

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:৪৩ পিএম

সাকিব যা পারেননি, তা-ই করে দেখিয়েছেন সানি

আরাফাত সানি

ইংলিশ কাউন্টি ক্রিকেটে সন্দেহজনক বোলিং অ্যাকশনের জন্য দুইবার পরীক্ষা দিতে হয় সাকিব আল হাসানকে। এরপরও পাশ করতে পারেননি। যার ফলে এখন আন্তর্জাতিক ক্রিকেটে এই অলরাউন্ডারের বোলিং নিষিদ্ধ।

কিন্তু বিপিএলে সন্দেহজনক বোলিং অ্যাকশনের অভিযোগ ওঠার পর প্রথমবার পরীক্ষা দিয়েও পাশ করেছেন বাঁহাতি স্পিনার আরাফাত সানি।

চলতি মাসের প্রথম দিনে বিপিএলে মুখোমুখি হয়েছিল বরিশাল ও চিটাগং। সে ম্যাচে দলটির হয়ে ৪ ওভার বল করে ৪১ রানে ১ উইকেট তুলে নেন সানি। ম্যাচের পর তার বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন তোলেন আম্পায়াররা।

বিপিএল শেষ হওয়ার পর মিরপুরে পরীক্ষা দিয়েছিলেন সানি। সেখানে তার পাশ করার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছে বিসিবির একটি সূত্র। জানা গেছে, তারা সানির বলে কোনো ত্রুটি খুঁজে পাননি। ফলে বল করতে কোনো বাধা নেই এই বাঁহাতি স্পিনারের।

তবে বিসিবির সে সূত্র আরও জানিয়েছে, আবারও যদি সানির বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন ওঠে, তখন দেশের বাইরে নিরপেক্ষ ল্যাবে পরীক্ষা দিতে হবে তাকে। 

শুধু সানি-ই নন, বিপিএলে তার চিটাগং সতীর্থ আলিস আল ইসলামের বোলিং অ্যাকশন নিয়েও সন্দেহ উঠেছিল। পরে পরীক্ষা দিয়ে সন্দেহমুক্ত হয়েছিলেন আলিসও।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম