
প্রিন্ট: ২১ এপ্রিল ২০২৫, ০৪:০৬ পিএম
উইলিয়ামসনের সেঞ্চুরিতে নিউজিল্যান্ডের দাপুটে জয়

স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:০২ পিএম

আরও পড়ুন
ম্যাথিউ ব্রিটজক আর কেন উইলিয়ামসনের সেঞ্চুরিতে একাধিক রেকর্ড। ত্রিদেশীয় সিরিজের এই মাইলফলকের ম্যাচে নিউজিল্যান্ডের দাপুটে জয়।
সোমবার পাকিস্তানের লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে ত্রিদেশীয় সিরিজের দ্বিতীয় ম্যাচে ৩০৫ রানের টার্গেট তাড়া করতে নেমে ৮ বল হাতে রেখেই ৬ উইকেটের বিশাল ব্যবধানে জয় পায় নিউজিল্যান্ড। এই জয়ে ৪ পয়েন্ট অর্জন করল নিউজিল্যান্ড। এর আগে প্রথম ম্যাচে স্বাগতিক পাকিস্তানকে হারায়
এদিন টস জিতে প্রথমে ব্যাট করে অভিষিক্ত ম্যাথিউ ব্রিটজকের রেকর্ড গড়া ১৫০ রানের ইনিংসের সুবাদে ৬ উইকেটে ৩০৪ রান করে দক্ষিণ আফ্রিকা।
দলের হয়ে ওয়ানডে অভিষেকে ১৪৮ বলে ১১টি চার আর ৫টি ছক্কার সাহায্যে ১৫০ রান করেন ব্রিটজক। এছাড়া ৬০ বলে ৫টি বাউন্ডারি আর এক ছক্কায় ৬৪ রান করেন ওয়েন মুল্ডার।
টার্গেট তাড়া করতে নেমে সাবেক অধিনায়ক কেন উইলিয়ামসনের ১১৩ বলের অপরাজিত ১৩৩ রানের অনবদ্য ইনিংসের সুবাদে ৮ বল হাতে রেখেই দাপুটে জয় পায় নিউজিল্যান্ড। ২০১৯ সালের পর ওয়ানডে ক্যারিয়ারে ১৫তম সেঞ্চুরি পেলেন উইলিয়ামসন। ১০৭ বলে ৯৭ রান করে ফেরেন ডেভন কনওয়ে।