Logo
Logo
×

খেলা

হারিস রউফকে নিয়ে সুখবর দিল পিসিবি

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২৫, ০২:০০ পিএম

হারিস রউফকে নিয়ে সুখবর দিল পিসিবি

ছবি: সংগৃহীত

সপ্তাহের ব্যবধানে মাঠে গড়াবে চ্যাম্পিয়ন্স ট্রফির আসর। আর সেই আসরের আগে তারকা পেসার হারিস রউফকে নিয়ে মহা দুশ্চিন্তায় পাকিস্তান। সবশেষ নিউজিল্যান্ডের বিপক্ষে চলমান ত্রিদেশীয় সিরিজে চোট নিয়ে মাঠ ছাড়েন এই পেসার। তবে এখন সেই তাকে নিয়েই সুখবর দিয়েছে পিসিবি।

বোর্ডের পক্ষ থেকে বলা হয়েছে, চোট নিয়ে মাঠ ছাড়া হারিসের চোট খুব একটা গুরুতর নয়। এমনকি চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে কোনো সমস্যায় পড়তে হবে না তারকা এই পেসারকে। তবে ১২ ফেব্রুয়ারি ত্রিদেশীয় সিরিজে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নামা হচ্ছে না তার।

এমআরআই এবং এক্স-রে রিপোর্টে দেখা গেছে, হারিস রউফ তার বুকের নীচের অংশে হালকা চাপ অনুভব করছেন। তবে এই সমস্যা সেরে উঠতে খুব বেশি বেগ পেতে হবে না তাকে।

পিসিবি এক বিবৃতিতে বলছে, ‘এমআরআই এবং এক্স-রে স্ক্যানের পর, এটি নিশ্চিত হয়েছে যে হারিস রউফ নিউজিল্যান্ডের বিপক্ষে শনিবারের ম্যাচের সময় বুকের নীচে পেশীতে টান অনুভব করেছেন। সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে, ১২ ফেব্রুয়ারি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে করাচিতে অনুষ্ঠিতব্য ম্যাচে ফাস্ট বোলার খেলবেন না।’ 

ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে ৭৮ রানে হেরেছে পাকিস্তান। যার ফলে ত্রিদেশীয় সিরিজের ফাইনাল খেলতে ও চ্যাম্পিয়ন্স ট্রফির আগে আত্মবিশ্বাস ফিরে পেতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয়ের বিকল্প নেই দলটির সামনে। সেই ম্যাচে অভিজ্ঞ হারিসকে না পাওয়া তাই বিরাট ধাক্কায় পাকিস্তানের জন্য।

ঘটনাপ্রবাহ: চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫


আরও পড়ুন

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম